হাওর বার্তা ডেস্কঃ বঙ্গভবনে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের শপথ বাক্য পাঠকালে সেখানে তার বাবা-মা উপস্থিত ছিলেন। ইতোমধ্যে এমন বেশ কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়ে গেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠের সময় ছবিগুলো তোলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট কুমার দেবুল দে।
অ্যাডভোকেট কুমার দেবুল দে তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে ছবিগুলো পোস্ট করে তাঁর ক্যাপশনে দেখা গেল, ‘এ এক পৃথিবীর দুর্লভ ঘটনা। পৃথিবীর সবচেয়ে সুখী পিতামাতা। ছেলেকে প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে দেখা, এ এক অত্যাশ্চর্য ঘটনা।
দেবুল দে তার স্ট্যাটাসে আরও লিখেছেন, ‘ছবিটা যখন তুলতে গেলাম, ঠিক সেই মুহূর্তে মাননীয় বিচারপতিরা এক প্রকার আমাকে অনুরোধ করেই পেছনে দাঁড়িয়ে, এই ছবির অংশ হতে চাইলেন। হুইল চেয়ারে বসা দুজনই আমাদের নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পিতামাতা। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে জানা যায়, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বাবার নাম সৈয়দ মুস্তফা আলী ও মায়ের নাম বেগম কাওসার জাহান। সৈয়দ মুস্তফা আলী কুমিল্লার আদালতে আইনজীবী হিসেবে এখনও প্রাকটিস করছেন।
পরে এ বিষয়ে অ্যাডভোকেট কুমার দেবুল দে সংবাদকর্মীকে বলেন, ‘বঙ্গভবনে গিয়ে দুজনকে হুইল চেয়ারে বসে থাকতে দেখি। পরে জানতে পারি, তারা প্রধান বিচারপতির বাবা-মা। এরপর আমি তাদের সঙ্গে নিজের পরিচয় দিয়ে কথা বলি।’
প্রধান বিচারপতি হিসেবে ছেলের শপথ অনুষ্ঠানে এসে পিতা হিসেবে তার প্রতিক্রিয়া জানতে চাইলে আমাকে (দেবুল দে) তিনি (সৈয়দ মুস্তফা আলী) বলেন, ‘এটা আমার জন্য পুরস্কার, আমার জন্য গর্বের। প্রধান বিচারপতি হিসেবে ছেলের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার চেয়ে গর্বের আর কী হতে পারে!