হাওর বার্তা ডেস্কঃ তথ্য প্রযুক্তি আইনের নতুন সংস্করণ ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’ চূড়ান্ত অনুমোদনের ফলে বিলুপ্ত হয়ে গেছে পূর্বের ৫৭ ধারা। তবে ৫৭ ধারা বাতিল হলেও আগের মামলাগুলো চলবে বলে জানিয়েছেন আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
আজ (২৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া অনুমোদনের পর সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান আইজিপি।
এদিকে, ৫৭ ধারায় বলা হয়েছে, ওয়েবসাইটে প্রকাশিত কোনো ব্যক্তির তথ্য যদি নীতিভ্রষ্ট বা অসৎ হতে উদ্বুদ্ধ করে, এতে যদি কারও মানহানি ঘটে, রাষ্ট্র বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, তা হবে অপরাধ। এর শাস্তি অনধিক ১৪ বছর কারাদণ্ড এবং অনধিক এক কোটি টাকা জরিমানা। এর প্রেক্ষিতে এবার ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।