হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চরদেহুন্দা গ্রামে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে এই কৃষক মাঠ দিবসের আয়োজন করে এগ্রিপ্লাস লিমিটেড (এপিএল) নামে একটি বেসরকারি কোম্পানি। মাঠ দিবসের উদ্বোধন করেন করিমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আমজাদ হোসেন খান দিদার।
দেহুন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সঞ্জুর সভাপতিত্বে এ মাঠ দিবসে প্রধান আলোচক ছিলেন এপিএলের চীফ এক্সিকিউটিভ অফিসার কৃষিবিদ মো. সরদার আলী মর্তুজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এপিএলের হেড অপারেশন অফিসার কৃষিবিদ এটিএম নুরে আলম, কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফউদ্দীন আহমেদ লেনিন, একাত্তর টেলিভিশনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আবু তাহের, এপিএলের রিজিওনাল সেলস ম্যানেজার আজহারুল ইসলাম ফকির রতন, এ প্রকল্পের প্লানিং এক্সিকিউটিভ কৃষি বিদ সামিউল হক। অনুষ্ঠানে সফল কৃষক হিসেবে বক্তব্য রাখেন কৃষক মতিউর রহমানসহ স্থানীয় কৃষকরা। দেহুন্দা ইউনিয়নের কৃষকসহ বিভিন্ন এলাকার হাজারো কৃষক এ মাঠ দিবসে অংশ নেন।