হাওর বার্তা ডেস্কঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম. পি বলেছেন, বর্তমান সরকারের আমলে বিচার বিভাগ স্বাধীন। বিজ্ঞ বিচারকগণ যেভাবে মনে করবেন সেভাবেই রায় দেবেন। আদালতের বিচারাধীন বিষয়ে আমি কোন মন্তব্য করবো না।
গত শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টি আলী কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগ আয়োজিত এক ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
খালেদা জিয়ার রায় সম্পর্কে আওয়ামী লীগের হস্তক্ষেপের ব্যাপারে বিএনপির নেতাদের দেয়া বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ নয় বিএনপিই বিচার বিভাগকে কলুষিত করেছিল।
মন্ত্রী আরও বলেন, আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করেছি। আগামী মার্চ মাসেই বাংলাদেশের স্যাটেলাইট উড়বে। শান্তিপূর্ণ পারমানবিক শক্তি হিসেবে অচিরেই আত্মপ্রকাশ করবে বাংলাদেশ।
তিনি বলেন, দেশ এখন উন্নয়নের রেললাইনে উঠে গেছে। এসময় তিনি তাঁর নির্বাচনী এলাকা কসবা-আখাউড়ার উন্নয়নের বর্ণনা দেন। তিনি জানান গত ৪ বছরে ৭১৭ জনকে সরকারি চাকুরী দিয়েছেন। প্রায় ৪শ কোটি টাকার উন্নয়ন করেছেন।
কসবা উপজেলা ছাত্রলীনগ সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বাহাদুর বেপারি, বর্তমান সাধারন সম্পাদক জাকির হোসেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন, এম জি হাক্কানী, রুহুল আমিন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মাসুম বিল্লাহ, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, ছাত্রলীগ নেতা সুজন মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান সালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আফজাল হোসেন রিমন। অনুষ্ঠানে শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।