হাওর বার্তা ডেস্কঃ এ বছর পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া হওয়ায় পেঁয়াজ চাষে ঝুকেঁছেন নাটোরের কৃষকরা। মাঠে মাঠে সবুজ চারা গাছে দোল দিচ্ছে শীতের বাতাস। সেই সঙ্গে আনন্দের দোল দিচ্ছে কৃষকের মনে। জেলার উঁচু মাঠগুলোতে তাই অন্যান্য রবি ফসলের পরিবর্তে পেঁয়াজ চাষে ঝুঁকেছেন তারা।
গত মৌসুমের শুরুতে পেঁয়াজের দাম না পেলেও শেষের দিকে এসে সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় এর দাম। পেঁয়াজের দামে যখন নাকাল সাধারন মানুষ, তখন বিদেশ থেকে আমদানি করেও বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তাই, এবার বেশি লাভের আশায় অধিক জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে।
শ্রমিকের মজুরিসহ সার কীটনাশকের দাম বাড়লেও উৎপাদন ঠিকঠাক হলে খরচ পুষিয়ে ভালো লাভের মুখ দেখবেন এ অঞ্চলের পেঁয়াজ চাষিরা।
কৃষি বিভাগ জানায়, তীব্র শীতে কিছুটা ক্ষতি হলেও উষ্ণতা বাড়লে সব ঠিক হয়ে যাবে। এবারে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এবারে জেলায় প্রায় ছয় হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।