হাওর বার্তা ডেস্কঃ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এবার এলো বড় ধরনের একটি সুসংবাদ। কারণ সম্প্রতি আবিষ্কৃত হয়েছে এমন এক ধরনের কাচ যা ভাঙলে আবার জোড়া লেগে যায় নিজে থেকে।
শুনতে যতই অবিশ্বাস্য মনে হলেও, টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের একদল গবেষক এমনই এক দুর্দান্ত কাণ্ড ঘটিয়েছেন।
টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকুজো আইদার অধীনে একদল গবেষক তৈরি করছিলেন এক ধরনের আঠা। তখনই অকস্মাৎ সেখানে তৈরি হয়ে যায় সেই বিশেষ ধরনের কাচ।
দেখা যায়, এই কাচে যদি চিড় ধরে, এমনকি যদি ভেঙেও যায়, তাহলেও এমনিতেই জুড়ে যাচ্ছে কাচ। কেবল হাতে ধরে রাখতে হবে কাচের ভাঙা অংশগুলো। কিছুক্ষণের মধ্যেই ঘটবে সেই ম্যাজিক!
এমন এক আবিষ্কার স্মার্টফোনের জগতে রাতারাতি বিপ্লব এনে দিতে পারে বলে মনে করছেন অধ্যাপক তাকুজো। এখন দেখার বিষয়, কত তাড়াতাড়ি এই নতুন আবিষ্কারকে নিজেদের ফোনে ব্যবহার করতে উদ্যোগী হয় স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলো।