হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু প্রদত্ত নিউজ পেপার এ্যাক্ট ১৯৭৪ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স।
আজ জাতীয় প্রেসক্লাবের সমানে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান পূর্বে বিক্ষোভ সমাবেশে সংগঠন দুটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সংবাদপত্র শিল্পে কর্মরত সাংবাদিক, শ্রমিক ও কর্মচারীদের তিনটি আলাদা সংগঠন রয়েছে। এই সংগঠনের সদস্যরা ওয়েজবোর্ডের সকল দাবি দাওয়ার নেতৃত্ব দিয়ে থাকে। সাধারণ কর্মচারী ও প্রেস শ্রমিকরা ওয়েজবোর্ডের ভাগিদার হলেও শুধু মাত্র সাংবাদিকরাই ওয়েজবোর্ডের সুবিধা ভোগ করে থাকে। আমরা ওয়েজবোর্ডের সুবিধা থেকে কেন বঞ্চিত অবহেলিত হব। সাংবাদিকদের ন্যায় আমরাও ওয়েজবোর্ডের সুযোগ-সুবিধা চাই।
বিক্ষোভ সমাবেশ থেকে ১০ দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। দাবি গুলোর মধ্যে উল্লেখ যোগ্য হলো- গণমাধ্যমে ৯ম ওয়েজবোর্ড দ্রুত গঠন করা, সাধারণ কর্মচারী ও প্রেস শ্রমিকদের জন্য দুঃখস্থ কল্যাণ ট্রাষ্ট গঠন করা, বঙ্গবন্ধু প্রদত্ত নিউজপেপার এ্যাক্ট ১৯৭৪ এর ধারায় ফিরিয়ে আনা, সংবাদপত্র শিল্পের নীতিমালা প্রণয়ন করা, সংবাদপত্র শিল্পে সরকার প্রদত্ত সকল সুযোগ-সুবিধা সমানভাবে সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের প্রদান করা, গণমাধ্যমে ট্রেড ইউনিয়ন করার পূর্ণাঙ্গ অধিকার প্রদান করা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স এর সভাপতি আলমগীর হোসেন খান, মহাসচিব কামাল উদ্দিন, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এর সভাপতি মতিউর রহমান তালুকদার, মহাসচিব খায়রুল ইসলাম প্রমুখ।