ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হাওর অঞ্চলে পাখিদের মুখরিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭
  • ৩৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ এখন হেমন্তকাল। এরই মধ্যে শীতের আমেজ শুরু হয়ে গেছে সবখানে। বিশেষ করে হাওরাঞ্চলে জেঁকে বসেছে শীত। সকালবেলার ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে হাওরের জনপদ। শীতের সঙ্গে কাঁধ মিলিয়ে আসতে শুরু করেছে অতিথি পাখি। বিস্তারিত জানাচ্ছেন তন্ময় আলমগীর-

jagonews24

 সাইবেরিয়ার পরিবেশ পাখিদের প্রতিকূলে থাকায় ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসছে বাংলাদেশে। প্রকৃতিপ্রেমীরা পাখি দেখার জন্য ইতোমধ্যে ভিড় করছেন পাখির আশ্রয় কেন্দ্রগুলোতে। বিশেষ করে হাওরের বিস্তৃত জলরাশিতে। সেখানকার জনপদ অনুকূল হওয়ায় পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে হাওরের পরিবেশ।

বিকেলে পাখির ঝাঁকের নয়নাভিরাম দৃশ্য বাড়িয়ে দিচ্ছে হাওরের সৌন্দর্য। প্রাণভরে উপভোগ করছেন অবকাশকালীন মানুষেরা। স্বচ্ছ পানির ঢেউয়ে হেমন্তের নীলাভ আকাশ ভেসে উঠলে পাওয়া যায় সাগরের দৃশ্য, পাখির ওড়াউড়ি আর কলতানে অন্যরকম আবেশ ছড়িয়ে দেয়।

আমাদের দেশে রয়েছে অসংখ্য হাওর। এরমধ্যে উল্লেখযোগ্য হলো মিঠামইনের মিঠামইন হাওর, অষ্টগ্রামের বাঙ্গালপাড়া হাওর, নিকলির ছাতিমচর হাওর, ইটনার বাদলা হাওর। সেসব হাওরে হাজার হাজার পাখির দৃষ্টিনন্দন উপস্থিতি উপভোগ করছেন দর্শনার্থীরা।

গোধূলিলগ্নে নীড়ে ফেরা পাখিদের গুঞ্জন আরো বেশি আকর্ষণীয়। এ যেন এক অন্যরকম প্রকৃতি। এ অনুভূতি অনেকদিন তরতাজা হয়ে থাকে হৃদয়ে। তাই প্রকৃতিপ্রেমীদের একবার হলেও ঘুরে আসা উচিত পাখির কলতানে মুখরিত কিশোরগঞ্জের হাওর থেকে।

লেখক: বাংলা প্রভাষক (খণ্ডকালীন), কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

হাওর অঞ্চলে পাখিদের মুখরিত

আপডেট টাইম : ০৬:৫৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ এখন হেমন্তকাল। এরই মধ্যে শীতের আমেজ শুরু হয়ে গেছে সবখানে। বিশেষ করে হাওরাঞ্চলে জেঁকে বসেছে শীত। সকালবেলার ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে হাওরের জনপদ। শীতের সঙ্গে কাঁধ মিলিয়ে আসতে শুরু করেছে অতিথি পাখি। বিস্তারিত জানাচ্ছেন তন্ময় আলমগীর-

jagonews24

 সাইবেরিয়ার পরিবেশ পাখিদের প্রতিকূলে থাকায় ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসছে বাংলাদেশে। প্রকৃতিপ্রেমীরা পাখি দেখার জন্য ইতোমধ্যে ভিড় করছেন পাখির আশ্রয় কেন্দ্রগুলোতে। বিশেষ করে হাওরের বিস্তৃত জলরাশিতে। সেখানকার জনপদ অনুকূল হওয়ায় পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে হাওরের পরিবেশ।

বিকেলে পাখির ঝাঁকের নয়নাভিরাম দৃশ্য বাড়িয়ে দিচ্ছে হাওরের সৌন্দর্য। প্রাণভরে উপভোগ করছেন অবকাশকালীন মানুষেরা। স্বচ্ছ পানির ঢেউয়ে হেমন্তের নীলাভ আকাশ ভেসে উঠলে পাওয়া যায় সাগরের দৃশ্য, পাখির ওড়াউড়ি আর কলতানে অন্যরকম আবেশ ছড়িয়ে দেয়।

আমাদের দেশে রয়েছে অসংখ্য হাওর। এরমধ্যে উল্লেখযোগ্য হলো মিঠামইনের মিঠামইন হাওর, অষ্টগ্রামের বাঙ্গালপাড়া হাওর, নিকলির ছাতিমচর হাওর, ইটনার বাদলা হাওর। সেসব হাওরে হাজার হাজার পাখির দৃষ্টিনন্দন উপস্থিতি উপভোগ করছেন দর্শনার্থীরা।

গোধূলিলগ্নে নীড়ে ফেরা পাখিদের গুঞ্জন আরো বেশি আকর্ষণীয়। এ যেন এক অন্যরকম প্রকৃতি। এ অনুভূতি অনেকদিন তরতাজা হয়ে থাকে হৃদয়ে। তাই প্রকৃতিপ্রেমীদের একবার হলেও ঘুরে আসা উচিত পাখির কলতানে মুখরিত কিশোরগঞ্জের হাওর থেকে।

লেখক: বাংলা প্রভাষক (খণ্ডকালীন), কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।