হাওর বার্তা ডেস্কঃ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার বেলা সাড়ে ৩টা থেকে প্রায় ১ ঘণ্টাব্যাপী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার খাসকামরায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ২ ডিসেম্বর বিচার বিভাগীয় সম্মেলন ও সুপ্রিমকোর্টে বিচারক নিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সুপ্রিমকোর্টের প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আগামী ২ ডিসেম্বর বিচার বিভাগীয় সম্মেলন হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তাকে বিষয়টি অবহিত করেছেন। এর আগে চলতি মাসে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার সঙ্গে কয়েক দফা বৈঠক করেন আইনমন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেছিলেন, বিচার বিভাগের প্রতি আইন মন্ত্রণালয়ের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আইন মন্ত্রণালয় হলো বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে সেতুবন্ধন। বিচার বিভাগের প্রতি আমাদের সহযোগিতার কোনো কমতি থাকবে না।