হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডকে’ জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার চট্রগ্রাম শহরের মোটেল সৈকতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
খসরু বলেন, ‘সরকারের স্বৈরতান্ত্রিক আক্রমণ থেকে শুধু জনগণ নয়, গণমাধ্যমকর্মীরাও রেহাই পায়নি। আওয়ামী পেশি শক্তির কাছে পুলিশ হার মেনেছে।’
তিনি বলেন, ‘যারা আইনের শাসনে বিশ্বাস করে না, সেই রকম একটা সরকারের কাছে নিরাপত্তা প্রত্যাশা করা যায় না।’
খসরু আরও বলেন, ‘দেশে রাজনৈতিক নিরাপত্তা নেই, জনগণের নিরাপত্তা নেই। এতো আক্রমণ করার পরেও চট্টগ্রামের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানিয়েছে।’
প্রসঙ্গত, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করতে সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উখিয়া যাবেন।