ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা ইস্যুতে সু চিকে যে ‘পরামর্শ’ দিলেন মোদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোহিঙ্গা ইস্যুতে নিজের অবস্থান নিয়ে মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে তার ‘ইমেজ’ নষ্ট না করার পরামর্শ দিয়েছেন। ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোহিঙ্গা ইস্যুতে দিল্লির অবস্থান তুলে ধরতে গিয়ে এ কথা বলেন। খবর এনডিটিভির।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম সুষমা স্বরাজকে উদ্ধৃত করে পিটিআই’কে বলেন, ‘তিনি (নরেন্দ্র মোদি) তাকে (সু চি) বলেছেন, বিশ্বে আপনার অত্যন্ত ভালো ভাবমূর্তি রয়েছে, সেটিকে ধ্বংস করবেন না।’

সুষমা স্বরাজ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন।

তবে নরেন্দ্র মোদি কখন এই মন্তব্য করেছেন সেটি স্পষ্ট নয়। কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো দাবি করেছে, গত মাসে মোদি যখন মিয়ানমার সফরে সু চির সঙ্গে বৈঠক করেন তখন তিনি এ কথা বলেছেন।

ইহসানুল করিম বলেন, সুষমা স্বরাজ রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের অবস্থানের পক্ষে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। অবশ্যই মিয়ানমারকে তাদের নাগরিকদের ফেরত নিতে হবে এবং কোনোভাবেই সন্ত্রাস দমনের নামে সাধারণ মানুষকে শাস্তি দেয়া যাবে না।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার সন্ত্রাসীদের শাস্তি দিতে পারবে। কিন্তু সাধারণ মানুষকে কোনোভাবেই শাস্তি দেয়া ঠিক হবে না।’

সুষমা স্বরাজ রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানালেও এই বিপুলসংখ্যক শরণার্থীকে ‘বাংলাদেশের জন্য বড় বোঝা’ হিসেবে উল্লেখ করেছেন।

তবে এ বিষয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করেননি সুষমা স্বরাজ।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা বাংলাদেশের জন্য অনেক বড় বোঝা। তারা কত দিন এটি বহন করবে?’

গেলো ২৫ আগস্ট রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী অভিযান শুরু করলে প্রাণ বাঁচাতে ৬ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

মিয়ানমার রোহিঙ্গাদের দেশটির নাগরিক বলে স্বীকৃতি দেয় না। দেশটির দাবি, এসব লোকেরা বাংলাদেশ থেকে রাখাইনে এসে অবৈধভাবে বসতি গড়েছে।

নতুন করে বিপুলসংখ্যক রোহিঙ্গা আসা শুরু করলে বাংলাদেশ তাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিতে ভারতের কাছে দাবি জানিয়ে আসছে।

সুষমার সঙ্গে বৈঠকে শেখ হাসিনা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ এবং ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর শেখ রেহানাসহ তাদের দুই বোনের প্রতি ভারতের অবদানের কথা স্মরণ করেন।

দুই দিনের সফর শেষে আজ বিকেলে ঢাকা ত্যাগ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

রোহিঙ্গা ইস্যুতে সু চিকে যে ‘পরামর্শ’ দিলেন মোদি

আপডেট টাইম : ০৫:৫৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোহিঙ্গা ইস্যুতে নিজের অবস্থান নিয়ে মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে তার ‘ইমেজ’ নষ্ট না করার পরামর্শ দিয়েছেন। ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোহিঙ্গা ইস্যুতে দিল্লির অবস্থান তুলে ধরতে গিয়ে এ কথা বলেন। খবর এনডিটিভির।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম সুষমা স্বরাজকে উদ্ধৃত করে পিটিআই’কে বলেন, ‘তিনি (নরেন্দ্র মোদি) তাকে (সু চি) বলেছেন, বিশ্বে আপনার অত্যন্ত ভালো ভাবমূর্তি রয়েছে, সেটিকে ধ্বংস করবেন না।’

সুষমা স্বরাজ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন।

তবে নরেন্দ্র মোদি কখন এই মন্তব্য করেছেন সেটি স্পষ্ট নয়। কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো দাবি করেছে, গত মাসে মোদি যখন মিয়ানমার সফরে সু চির সঙ্গে বৈঠক করেন তখন তিনি এ কথা বলেছেন।

ইহসানুল করিম বলেন, সুষমা স্বরাজ রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের অবস্থানের পক্ষে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। অবশ্যই মিয়ানমারকে তাদের নাগরিকদের ফেরত নিতে হবে এবং কোনোভাবেই সন্ত্রাস দমনের নামে সাধারণ মানুষকে শাস্তি দেয়া যাবে না।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার সন্ত্রাসীদের শাস্তি দিতে পারবে। কিন্তু সাধারণ মানুষকে কোনোভাবেই শাস্তি দেয়া ঠিক হবে না।’

সুষমা স্বরাজ রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানালেও এই বিপুলসংখ্যক শরণার্থীকে ‘বাংলাদেশের জন্য বড় বোঝা’ হিসেবে উল্লেখ করেছেন।

তবে এ বিষয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করেননি সুষমা স্বরাজ।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা বাংলাদেশের জন্য অনেক বড় বোঝা। তারা কত দিন এটি বহন করবে?’

গেলো ২৫ আগস্ট রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী অভিযান শুরু করলে প্রাণ বাঁচাতে ৬ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

মিয়ানমার রোহিঙ্গাদের দেশটির নাগরিক বলে স্বীকৃতি দেয় না। দেশটির দাবি, এসব লোকেরা বাংলাদেশ থেকে রাখাইনে এসে অবৈধভাবে বসতি গড়েছে।

নতুন করে বিপুলসংখ্যক রোহিঙ্গা আসা শুরু করলে বাংলাদেশ তাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিতে ভারতের কাছে দাবি জানিয়ে আসছে।

সুষমার সঙ্গে বৈঠকে শেখ হাসিনা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ এবং ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর শেখ রেহানাসহ তাদের দুই বোনের প্রতি ভারতের অবদানের কথা স্মরণ করেন।

দুই দিনের সফর শেষে আজ বিকেলে ঢাকা ত্যাগ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।