রাজধানীর মিরপুর এক নম্বর সেকশন থেকে ১১৩টি দেশীয় পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার দুপুরে মিরপুর এক নম্বর বাজারে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক দ্য রিপোর্টকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৫টি মনিয়া, পাঁচটি শালিক ও তিনটি টিয়া পাখি উদ্ধার করা হয়।’
তিনি জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়।
পাখিগুলো মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হবে বলে বন্যপ্রাণী পরিদর্শক জানান।