হাওর বার্তা ডেস্কঃ ঢাকার ডেমরার মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুরভী প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৭ পালন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক র্যালির আয়োজন করা হয়। পরে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য ছিলো ‘কন্যা শিশুর জাগরণ, আনবে দেশের উন্নয়ন’। আলোচনায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন ভূঞা, সুরভীর প্রোগ্রাম অফিসার মাহফুজা খানম, বিদ্যালয়ের শিক্ষার্থী ও কাউন্সিলবৃন্দ।