হাওর বার্তা ডেস্কঃ অবৈধভাবে ভারত থেকে আসার সময় সাতক্ষীরা সীমান্তে নারী, পুরুষ শিশুসহ ১৯ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকালে সাতক্ষীরা সদরের পদ্মশাখরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
পদ্মশাখরা বিজিবির কোম্পানি কমান্ডার মোশারফ হোসেন হাওর বার্তাকে জানান, ১৯ জন রোহিঙ্গা অবৈধভাবে ভারত থেকে আসার সময় বুধবার সকাল সাতটার দিকে পদ্মশাখরা বিজিবি সদস্যরা তাদেরকে আটক করেন। এর মধ্যে ১০ জন শিশু, নারী ছয়জন ও পুরুষ তিনজন রয়েছেন।
আটক রোহিঙ্গাদের সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হবে বলে জানিয়েছেন বিজিবি এই কর্মকর্তা।