হাওর বার্তা ডেস্কঃ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক কমেছে ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন।
এদিন ডিএসইর প্রধান সূচক ৪ দশমিক ৬৩ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১০ দশমিক ৩৩ পয়েন্ট বেড়েছে।
উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৫৯৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রোববার লেনদেন হয়েছিল এক হাজার ৩৯২ কোটি ২০ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৫২৫ কোটি ৮৯ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল এক হাজার ২০৮ কোটি ৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩১৭ কোটি ৮৬ লাখ টাকা।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৩৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ১৯ পয়েন্ট কমে এক হাজার ৩৮০ পয়েন্টে এবং ৯ দশমিক ১২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২১৭ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১৯০টির এবং কোনো পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক এবং ইউসিবিএল।
সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৬৮ কোটি ৩৯ লাখ টাকা। গত রোববার লেনদেন হয়েছিল ১৮৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার।
সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১০ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭১৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৫ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৩৮১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৪৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৩৮ দশমিক ৮৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৬৭৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৬৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৪৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, আইএফআইসি, লাফার্জ সুরমা সিমেন্ট, এবি ব্যাংক, পূবালী ব্যাংক, ওয়ান ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউসিবিএল।