হাওর বার্তা ডেস্কঃ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে প্রধান সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে লেনদেন।
এদিন ডিএসইর প্রধান সূচক ৩৬ দশমিক ৬৬ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৫৮ দশমিক ৫০ পয়েন্ট বেড়েছে।
উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৩৯২ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ২৬২ কোটি ১৮ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ২০৮ কোটি ৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ১২৪ কোটি ২১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৩ কোটি ৮২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৯১ পয়েন্টে এবং ১ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২২৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ১৫১টির এবং কোনো পরিবর্তন হয়নি ৪১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, আরগন ডেনিমস, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সিএমসি কামাল।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১৮৪ কোটি ১৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৫৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার।
সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৫৮ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭০৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৭ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৩৬৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৮১৩ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৬২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১১৬টির এবং কোনো পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- এসআইবিএল, সিঙ্গার বিডি, ফার্স্ট সিকিউরটি ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, এক্সিম ব্যাংক, পূবালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং লাফার্জ সুরমা সিমেন্ট।