হাওর বার্তা ডেস্কঃ কয়েকদিনের টানা ভারী বর্ষণে পেঁপে ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির পানি জমে থাকার কারণে পেঁপে গাছের কাণ্ড পচে বেশ কিছু জমির গাছ মরে গেছে। এ অবস্থায় পুঁজি হারিয়ে চরম হতাশা দিন পার করছেন মাগুরার কৃষকরা।
মাগুরায় সবজির মধ্যে অন্যতম পেঁপের উৎপাদন। অপেক্ষাকৃত উচু এলাকা এবং মাটির গুনগত মান পেঁপে চাষের উপযোগী হওয়ায় মাগুরার শ্রীপুর উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পেঁপে আবাদ হয়।
অন্যান্য সবজি বা ফসলের চেয়ে কম অর্থ বিনিয়োগ করে পেঁপের আবাদ করা যায়। যে কারণে পেঁপে চাষের প্রতি কৃষকদের অধিক আগ্রহ। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে মাগুরা অঞ্চলের পেঁপে ক্ষেত নষ্ট হয়ে গেছে।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ পার্থ প্রতিম সাহা বলেন, পেঁপে ক্ষেত রক্ষার জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে ।
এদিকে ক্ষেতের ফসল বিনষ্টের কারণে কৃষকরা পথে বসে গেলেও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণ করা হয়নি।