হাওর বার্তা ডেস্কঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় কলেজটির শহর ক্যাম্পাসে রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের (রুকসু) আয়োজনে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর।
সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও লেখক প্রফেসর মোশার্রফ আলীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়া, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বিলাল হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সিরাজুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইন, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রুকসুর ভিপি কাওসার আকন্দ, জিএস তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, এজিএস অমিত বিশ্বাস অর্ক প্রমূখ।