আকবর আমলের কোরআন

৪১০ বছর আগের পবিত্র কোরআন উদ্ধার করা হয়েছে। ভারতীয় পুলিশ মাইসুর জেলা থেকে ৬০৪ পৃষ্ঠার কোরআনটি উদ্ধার করে। এটি মোগল সম্রাট আকবরের আমলে লেখা হয়েছিল। ভারতের দ্য হিন্দু পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ১০ জনের একটি চক্র বহু বছরের পুরনো পবিত্র কোরআনের কপিটি বিক্রির চেষ্টার সময় পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করে। চক্রটি কোরআনের দাম চেয়েছিল পাঁচ কোটি রুপি। মাইসুর জেলার এসপি অভিনব খের মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, আমরা প্রাচীন কোরআন বিক্রির খবর শেয়ার করা ভিডিওর মাধ্যমে জানতে পেরে পুলিশ পাঠাই। পরে তারা সেটি উদ্ধার করে। কোরআনটি সোনালি পাতায় কালো ইতালি ফন্টে লেখা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইতিহাসবিদ বি শেখ আলী। তিনি বলেন, এ কোরআনে থাকা ক্যালিগ্রাফি অমূল্য সম্পদ। কোরআনটির শেষ পৃষ্ঠায় রচনাকাল লেখা রয়েছে। এতে বলা হয়, এটা লেখা হয়েছে ১০৫০ হিজরি সালে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর