হাওর বার্তা ডেস্কঃ তারকা সংগীতশিল্পী হূদয় খান। নতুন নতুন গান তৈরির পাশাপাশি স্টেজ শোতেও নিয়মিত তিনি। বর্তমান কাজ ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে- নতুন গানের ভিডিও প্রকাশ করলেন। কেমন সাড়া পাচ্ছেন? গানের নাম ‘ছোড়ো না’। এটি লিখেছেন মিলন মাহমুদ। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সংগীত আমি নিজে করেছি। এখানে আমার সঙ্গে মডেল হয়েছেন মেঘলা। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গত ২৪ জুলাই সংগীতার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রকাশ হয়েছে। ইতোমধ্যেই ১ মিলিয়ন দর্শক ভিডিওটি দেখেছে। খুব ভালো সাড়া পাচ্ছি কাজটির জন্য। আমি প্রথম এমন ভিন্ন ধরনের একটি কাজ করলাম। এর আগে এই ধরনের গান করা হয়নি। ঈদে কি নতুন গান প্রকাশের ইচ্ছা আছে? আগামী ঈদে ‘ভেজা চাঁদর’ নামে একটি নতুন গানের ভিডিও প্রকাশ করব। ইতোমধ্যেই এর ভিডিওর কাজ শেষ করেছি। এখানে আমার সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। ভিডিওটি আমি নির্মাণ করেছি। আশা করি গানটি সবার ভালো লাগবে। আপনার নতুন একক অ্যালবামের খবর কি? আমার নতুন অ্যালবাম থেকেই এই গানগুলো প্রকাশ করছি। আগামী বছর সবকিছু ঠিক থাকলে আমার চতুর্থ একক অ্যালবাম শ্রোতাদের হাতে তুলে দিতে পারব। সব মিলিয়ে ছয়টি গান থাকবে এই অ্যালবামে। এর মধ্যে চারটি গানের কাজ শেষ হয়েছে। এবার আমার নতুন অ্যালবামে নতুন এক হূদয় খানকে দর্শক দেখতে পাবেন আশা করি। বর্তমান ব্যস্ততা কী নিয়ে? ‘কুইন অব এশিয়া’ নামে একটি প্রতিযোগিতা শুরু হচ্ছে। এর থিম সংয়ের কাজটি করলাম। এটি গেয়েছে জেফার। এ ছাড়া মনে রেখো নামে একটি সিনেমায় একটি গান করলাম। এখানে আমার সঙ্গে গেয়েছেন মিলা। পাশাপাশি স্টেজ শোর ব্যস্ততাও কম নয়। সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করতে হচ্ছে। আপনার ক্যারিয়ার দশ বছরের। কিন্তু অ্যালবামের সংখ্যা অনেক কম- আমি শুরু থেকেই একটু কম করার পক্ষে। কারণ ভালো কাজ কম হলেও ভালো। আমি খুব বেশি অ্যালবাম করতে চাই না। আমি যখন ক্যারিয়ার শুরু করি, তখনকার মিউজিক আর এখনকার মিউজিক এক নয়। এখন কম্পোজারদের সংখ্যা বেশি হলেও ভালো কম্পোজিশন হচ্ছে না। ঘুরেফিরে সব একই ধরনের হচ্ছে। তাই আমি মনে করি সময় নিয়ে কাজ করা উচিত। শুনলাম কলকাতা ও শ্রীলঙ্কায় কাজ করতে যাচ্ছেন? কলকাতায় একটি সিনেমায় গান করব। সবকিছু চূড়ান্ত হয়েছে। শিগগিরই কাজ শুরু করব। এ ছাড়া শ্রীলঙ্কায় এর আগে আমি একটি কাজ করেছিলাম। সেই ধারাবাহিকতায় আমার কিছু গান নতুন করে করব। আমার গানগুলো ওদের ভাষায় ওদের শিল্পীরা গাইবেন। আমাদের দেশের সংগীত ফোক, রক, ক্লাসিক, মেলোডি সব মিলিয়ে অনেক বেশি শক্তিশালী। সবার মাঝে এই মিউজিক ছড়িয়ে দেওয়া কম্পোজারদের দায়িত্ব। সেই চিন্তা-ভাবনা থেকেই কাজটি করছি।
সংবাদ শিরোনাম
বেশি অ্যালবাম করতে চাই না
- Reporter Name
- আপডেট টাইম : ১২:৩৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭
- ৩১০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ