পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নয়া দিল্লিতে বৈঠক করেছেন। এই বৈঠকে বিভিন্ন ইস্যুর সঙ্গে তিস্তা নিয়েও আলোচনা হবে বলে গণমাধ্যমের খবরে বলা হয়। তবে বৈঠকের পর এ ব্যাপারে মুখ খুলেননি মমতা। এমনকি তিস্তা ইস্যুতে কথা হয়েছে কিনা এ ব্যাপারেও তিনি কিছু জানাননি সাংবাদিকদের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মমতা ব্যানার্জী দাবি করেছেন, তিনি বাংলাদেশকে ভালোবাসেন। তবে তিস্তা ইস্যুতে তিনি অনড় বলে ইঙ্গিত দেন ওই সাক্ষাৎকারে।
প্রসঙ্গত, ভারত-বাংলাদেশের মধ্যে বহুল আলোচিত তিস্তা চুক্তিটি মমতার কারণেই আটকে আছে। কেন্দ্রীয় সরকার সম্মত হলেও মুখ্যমন্ত্রী মমতার আপত্তির কারণে এই চুক্তি বাস্তবায়ন হচ্ছে না।
বুধবারের বৈঠকে মমতা ভারত, বাংলাদেশ, নেপাল এবং ভুটানের মধ্যে বিজনেস করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন।
মমতা সাংবাদিকদের বলেন, এই চারটি দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্যে লুক ইস্ট পলিসি অনুসরণ করে এই বিজনেস করিডোর করা হলে সব’কটি দেশের জন্যেই ভালো হবে।
মমতা জানান, তিনি প্রস্তাব করেছেন এখন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।
মমতা ব্যানার্জি আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করে পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতি সম্পর্ক অবহিত করেন। তিনি বন্যার ক্ষতি পূরণের জন্যে অর্থ বরাদ্দ দেয়ার জন্যে অনুরোধ করেন।
বাংলাদেশের সাথে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কোনো কথা হয়েছে কি-না জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এসেছিলাম। এছাড়াও প্রধানমন্ত্রীর সাথে তার বিভিন্ন বিষয়ে খুব ভালো আলোচনা হয়েছে বলে তিনি জানান।