হাওর বার্তা ডেস্কঃ গল্পটি স্কুল জীবনের সবচেয়ে প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলার। আর এই দুই বন্ধু হলেন মিডিয়ার তরুণ জনপ্রিয় মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এবং তাসনুভা তিশা। একটা সময় যারা স্কুল ড্রেস গায়ে চেপে ছুটে বেড়িয়েছেন দস্যি মেয়ের মতো। যারা তখন ভেবেছিলেন, একে অপরকে ছাড়া তাদের জীবন মিথ্যে। কিন্তু বাস্তবতা তাদের সেই বন্ধুত্বে দেয়াল তুলে দেয়। বহুবছর একজন অন্যজনের দেখা পায় না। অতঃপর একটি কনসার্টের সূত্র ধরে একে অপরকে খুঁজে পান। আর সেই কনাসার্টটি ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনালের। এমনই একটি গল্প নিয়ে তৈরি হয়েছে বিশেষ গান ও ভিডিও। ‘চিরকুট ফিচারিং কোনাল- বন্ধু’ শিরোনামের এই গানটির শুটিং হয়েছে গেল ৩০শে জুলাই ঢাকার বিভিন্ন লোকেশনসহ শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে। যেখানে মঞ্চে ছিলেন কোনাল আর দর্শক সারিতে ছিলেন মডেল স্পর্শিয়া, তিশা এবং সাব্বির অর্ণব। গানটির কথা-সুর করেছেন শারমীন সুলতানা সুমী আর সংগীতায়োজন করেছে তারই ব্যান্ড চিরকুট। আর গল্পনির্ভর ভিডিওটি নির্মাণ করেছেন নাট্যনির্মাতা ইমরাউল রাফাত। আগস্টের প্রথম রোববার (৬ই আগস্ট) বন্ধু দিবস। দিনটি স্মরণীয় করে রাখতে গানটি গেয়েছেন কোনাল। তিনি বলেন, আমি ব্যক্তিগত জীবনে থুব বন্ধুকেন্দ্রিক একজন মানুষ। চিরকুটের সুমী আপুর সঙ্গে এই গানটির পরিকল্পনা করি আরও বছর দুয়েক আগে। অবশেষে আমাদের সেই গানটি রেকর্ড হলো এবং চমৎকার একটি গল্প দিয়ে ভিডিও তৈরি হলো। স্পর্শিয়া, ইমরাউল রাফাতসহ আমরা প্রায় সব বন্ধু মিলেই কাজটি করেছি। সঙ্গে আমার মিউজিশিয়ান বন্ধুরাও ছিলেন। আমি বিশ্বাস করি, গানটির মাধ্যমে প্রতিটি মানুষ তার ফেলে আসা বন্ধুদের স্মৃতিতে ফিরে যাবেন এবং হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে বের করবেন। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি সূত্রে জানা গেছে, দুই এক দিনের মধ্যে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, জিপি মিউজিক অ্যাপসহ দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেলে গানটির অডিও/ভিডিও মুক্তি পাবে।
সংবাদ শিরোনাম
স্পর্শিয়া-তিশার স্কুল জীবনের গল্প
- Reporter Name
- আপডেট টাইম : ০৪:০০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭
- ৩৬০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ