হাওর বার্তা ডেস্কঃ বিনয়, অর্জুন ও জগাভর, গ্রামের তিন যুবক ‘ভ্যাসেকটমি’ করিয়েছেন। বাসের পিছনে, অটোর গায়ে, দোকানে দেওয়ালের সাঁটা তেমনই পোস্টার! তারা শেষপর্যন্ত কি না এমন কাজ করল? খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রামে ‘রোষে’র শিকার ওই তিন জল। কিন্তু কেন? আদৌ কি বন্ধ্যাত্বকরণের এমন অস্ত্রোপচার করিয়েছেন ‘পোস্টার বয়েজ’?
এই সব প্রশ্ন এবং সেগুলির উত্তর নিয়ে জমজমাট চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক শ্রেয়স তলপড়ে। সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে ‘পোস্টার বয়েজ’। ছবিটি ভরপুর কমেডি ড্রামা। মুক্তি পেল ছবির ফার্স্ট লুক এবং ট্রেলার।
না, এখানেই শেষ নয়। ছবিতে জোড়া ধামাকা অপেক্ষা করছে। এক দিকে সানি ও ববি দেওলের জুটি। অন্য দিকে, অভিনেতা শ্রেয়স তলপড়ের প্রথম পরিচালনা। নিজে আবার অভিনয়ও করেছেন ছবিতে।
ট্রেলারে অজয় দেবগণের গলায় তিন যুবকের নানা কাণ্ড-কারখানার বর্ণনা রয়েছে। ছবির প্রথম পোস্টারটিও নজরকাড়া। ‘পোস্টার বয়েজ’ মুক্তি পাবে আসছে ৮ সেপ্টেম্বর।