ব্লগার নিলয় চক্রবর্তীর নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, বাংলাদেশকে জোরালো বার্তা দিতে হবে যে, ভিন্ন মতপ্রকাশকারীদের কণ্ঠরোধ করার জন্য হত্যকাণ্ডকে বরদাশত করা হবে না।
আজ ঢাকায় নিলয় চক্রবর্তীকে তার নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা। এ নিয়ে বাংলাদেশে চারজন ব্লগারের এমন নিষ্ঠুর পরিণতির শিকার হতে হলো। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে এ পর্যন্ত একইভাবে নিহত হয়েছেন অভিজিত রায়, ওয়াশিকুর রহমান এবং অনন্ত বিজয়। নিলয় ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত ছিলেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক ডেভিড গ্রিফিথস বলেন, নৃশংস হত্যাকান্ডের এ ধারা এখানেই বন্ধ হতে হবে। মুক্ত মত প্রকাশের মূল্য অবশ্যই মৃত্যু হতে পারে না। বাংলাদেশি কর্তৃপক্ষের এটা স্পষ্ট করা এখন জরুরি দায়িত্ব যে এমন কোন হত্যাকা- বরদাশত করা হবে না।
সংবাদ শিরোনাম
ব্লগার নিলয় হত্যাকাণ্ডে অ্যামনেস্টির উদ্বেগ
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫
- ৪২৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ