খুললেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ইংলিশ এ ক্লাবটিতে কোনো কিছুই ভাল যাচ্ছিল না বলে জানালেন তিনি। গত বছর আগস্টে ৫৯.৭ মিলিয়ন পাউন্ডে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে ইংলিশ ক্লাব ম্যনইউতে যোগ দেন তিনি। কিন্তু এক মওসুম পরেই তাকে তারা বিক্রি করে দিলো ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-এর কাছে। অবশ্য আর্জেন্টাইন এ মিডফিল্ডার নিজেও ম্যানইউতে থাকতে চাননি সেটা বুঝা গেল তার কথায়। ৪৪.৩ মিলিয়ন পাউন্ডে পিএসজিতে যোগ দিয়ে এ ২৭ বছর বয়সী বলেন, ‘পিএসজিতে যোগ দিয়ে আমি খুবই খুশি। কারণ, এখানে থাকতে আমার স্ত্রী ও সন্তান খুবই আনন্দিত হবে। ম্যানইউ ছেড়ে দেয়া শুধু আমার সিদ্ধান্তেই হয়নি। তারাও আমাকে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এখানে তিনটি বিষয় জড়িত আমি, ম্যানইউ এবং পিএসজি। সবার ঐক্যমতেই আমার পিএসজিতে আসা।’ গত মওসুমে ম্যানইউতে যোগ দিলেও কোচ লুইস ভ্যান গালের সঙ্গে খুব একটা ভাল সম্পর্ক গড়ে ওঠেনি তার। এছাড়া ম্যানইউ’র খেলার ধরণের সঙ্গে ডি মারিয়া নিজেকে মানিয়ে নিতে পারেননি। আর ম্যানইউতে যে তিনি খুশি ছিলেন না সেটা বোঝা গেল তার কথা, ‘ম্যানইউকে কোনো কিছুই ভাল যাচ্ছিল না। আমার স্ত্রী ও সন্তানও খুব একটা স্বাচ্ছন্দে ছিল না। তবে প্যারিসে এসে তারা খুশি।’ অন্যদিকে পিএসজির কাতারি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিও ডি মারিয়াকে পেয়ে খুশি। বলেন, ‘পিএসজিকে বেছে নেয়ার জন্য তাকে ধন্যবাদ। আমি জানি বড় খেলোয়াড় ডি মারিয়াকে পাওয়ার জন্য অনেক ক্লাবই মুখিয়ে ছিল। কিন্তু শেষ পর্যন্ত সে পিএসজিকে বেছে নিয়েছে। সে ইতিমধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতেছে। আমি আশা করবো, সে আমাদেরকেও তেমন শিরোপা এনে দিতে পারবে।’
সংবাদ শিরোনাম
ম্যানইউ নিয়ে মুখ খুললেন ডি মারিয়া
- Reporter Name
- আপডেট টাইম : ০৩:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫
- ৩৬৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ