হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়ক আরিফিন শুভকে এবার ডাকা হবে ‘ভাইজান’ নামে। কারণ অবশ্যই অভিনয় পেশা। হ্যাঁ, নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর মাধ্যমে ‘অস্তিত্ব’ ছবির পর আবারও তিশার সঙ্গে আসছেন তিনি। নতুন ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন তারা। এদিকে জানা গেল, একক প্রযোজনার এ ছবিটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। পাশাপাশি সেখানকার কিছু শিল্পীও এতে অভিনয় করবেন।
ছবিটির প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ এটি হাওর বার্তাকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, ছবির কাজ আগস্টের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। ঢাকার বেশ কয়েকটি স্থানে এর দৃশ্যধারণ হবে। ছবির নায়িকা এখনও চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, রাজা চন্দ কলকাতার জনপ্রিয় পরিচালক। তিনি ‘প্রেম করেছি বেশ করেছি’, ‘কেলোর কীর্তি’সহ বেশ কিছু জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। বাংলাদেশের বিদ্যা সিনহা মিম ও কলকাতার সোহম অভিনীতি ‘ব্ল্যাক’ ছবির পরিচালকও তিনি।