ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইসির রোডম্যাপে কোন খানাখন্দ নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ  নির্বাচন কমিশনার কাজী কবিতা খানম বলেছেন, ‘সকল প্রকান খানাখন্দ পরিহার করে রোডম্যাপ তৈরি করা হয়েছে। খানাখন্দ যেন সৃষ্টি না হয় সেটা অবশ্যই দেখভাল করবে নির্বাচন কমিশন (ইসি) ।’ আজ মঙ্গলবার খুলনায় স্মার্টকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম এ কথা বলেন ।খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ‘শপথ গ্রহণের মাধ্যমে আমরা এ মহান দায়িত্বে আছি এবং আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আপনাদের সবার সহযোগিতায় সে দায়িত্ব আমরা সম্পন্ন করতে চাই।’

কবিতা খানম আরও বলেন, ‘সরকারের বিষয়টি আমাদের কার্যক্রমে, আমাদের এখতিয়ারে নেই। তবে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য সব ধরনের সুযোগ দেব।

প্রত্যেকটা দলের অংশগ্রহণের ভিত্তিতে যেহেতু আমরা নির্বাচন করতে যাচ্ছি অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড আমরা তৈরি করব। সে আস্থা আমাদের আছে। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন কিন্তু ছোটখাট নির্বাচন নয়। এ নির্বাচন নিয়ে কিন্তু কোনো প্রশ্ন উঠেনি। এখানে কিন্তু সেরকম ফিল্ড তৈরি করা ছিল। নির্বাচনের আগে সেখানে বৈঠক করেছি। সব দলের অংশগ্রহণের মাধ্যমেই ওই বৈঠক হয়েছে। আমি কোনো অভিযোগ পাইনি যে প্রচারের ক্ষেত্রে কেউ বাধার সম্মুখীন হয়েছে।’

কবিতা খানম বলেন, ‘যে কয়েকটা নির্বাচন আমরা এ পর্যন্ত করেছি, দুই একটায় তো ঝামেলা হবেই, এটা স্বাভাবিক। কিন্তু আমরা বিশৃঙ্খলা সৃষ্টিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন অভিযোগ তদন্ত করেছি। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেব।’

খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ,  স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিষয়ক প্রকল্প পরিচালক  ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম প্রমুখ।

পরে খুলনায় প্রথম এবং দ্বিতীয় ব্যক্তি হিসেবে স্মার্ট কার্ড প্রদান করা হয় সংসদ  সদস্য মিজানুর রহমান, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ইসির রোডম্যাপে কোন খানাখন্দ নেই

আপডেট টাইম : ১১:৫৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ  নির্বাচন কমিশনার কাজী কবিতা খানম বলেছেন, ‘সকল প্রকান খানাখন্দ পরিহার করে রোডম্যাপ তৈরি করা হয়েছে। খানাখন্দ যেন সৃষ্টি না হয় সেটা অবশ্যই দেখভাল করবে নির্বাচন কমিশন (ইসি) ।’ আজ মঙ্গলবার খুলনায় স্মার্টকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম এ কথা বলেন ।খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ‘শপথ গ্রহণের মাধ্যমে আমরা এ মহান দায়িত্বে আছি এবং আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আপনাদের সবার সহযোগিতায় সে দায়িত্ব আমরা সম্পন্ন করতে চাই।’

কবিতা খানম আরও বলেন, ‘সরকারের বিষয়টি আমাদের কার্যক্রমে, আমাদের এখতিয়ারে নেই। তবে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য সব ধরনের সুযোগ দেব।

প্রত্যেকটা দলের অংশগ্রহণের ভিত্তিতে যেহেতু আমরা নির্বাচন করতে যাচ্ছি অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড আমরা তৈরি করব। সে আস্থা আমাদের আছে। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন কিন্তু ছোটখাট নির্বাচন নয়। এ নির্বাচন নিয়ে কিন্তু কোনো প্রশ্ন উঠেনি। এখানে কিন্তু সেরকম ফিল্ড তৈরি করা ছিল। নির্বাচনের আগে সেখানে বৈঠক করেছি। সব দলের অংশগ্রহণের মাধ্যমেই ওই বৈঠক হয়েছে। আমি কোনো অভিযোগ পাইনি যে প্রচারের ক্ষেত্রে কেউ বাধার সম্মুখীন হয়েছে।’

কবিতা খানম বলেন, ‘যে কয়েকটা নির্বাচন আমরা এ পর্যন্ত করেছি, দুই একটায় তো ঝামেলা হবেই, এটা স্বাভাবিক। কিন্তু আমরা বিশৃঙ্খলা সৃষ্টিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন অভিযোগ তদন্ত করেছি। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেব।’

খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ,  স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিষয়ক প্রকল্প পরিচালক  ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম প্রমুখ।

পরে খুলনায় প্রথম এবং দ্বিতীয় ব্যক্তি হিসেবে স্মার্ট কার্ড প্রদান করা হয় সংসদ  সদস্য মিজানুর রহমান, খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনিকে।