ফুটবল পায়ে প্রতিপক্ষের জন্য সদা আতঙ্ক। তবে মাঠ ও মাঠের বাইরে শান্ত স্বভাবের মানুষ বলেই পরিচিত লিওনেল মেসি। বিপক্ষের ফুটবলারের সঙ্গে বচসা বা হাতাহাতিতে জড়িয়ে মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন মারিও বালোতেলি, লুই সুয়ারেজরা। সেই তালিকায় এলএম টেনকে একেবারেই রাখা হয় না। কিন্তু বুধবার বার্সেলোনার ঘরের মাঠ নু ক্যাম্পে দেখা গেল অন্য এক মেসিকে। তাঁর এমন আক্রমণাত্মক রূপ আগে হয়তো কেউই দেখেননি। ম্যাচ চলাকালে মেজাজ হারিয়ে বিপক্ষের ডিফেন্ডারকে গুঁতো মারলেন আর্জেন্টাইন এ সুপারস্টার। এবং রীতিমতো মাপু ইয়াঙ্গা মবিয়ার গলা চেপে ধরলেন! এমন কা-ে স্পষ্ট লাল কার্ড দেখতে পারতেন মেসি। কিন্তু কোনো রকমে বেঁচে যান তিনি। রেফার হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন তাকে।
বুধবার প্রাক-মওসুম এক প্রীতি ম্যাচে ইতালিয়ান সিরিএ‘র দল রোমার মুখোমুখি হয় বার্সেলোনা। টানা তিন ম্যাচ হারের পর এদিনই প্রথম জয়ের মুখ দেখে লুইস এনরিকের দল। কাতালানরা ৩-০ গোলে জিতলেও ‘কুল’ লিও মেসির ‘হট’ অবতার দেখে হতবাক গোটা ফুটবল বিশ্ব। ভিডিও ফুটেজে দেখা যায় ম্যাচের প্রথমার্ধে রোমার ডিফেন্ডার ইয়াঙ্গা মেসিকে মাথা দিয়ে ধাক্কা দেয়ার চেষ্টা করছেন। তারপরই মেজাজ হারিয়ে উল্টো ইয়াঙ্গাকে মাথা দিয়ে গুঁতো মারেন মেসি। এক পর্যায়ে তাঁর গলা চেপে ধরে পেছনের দিকে ধাক্কা মারেন। পরে সতীর্থরা গিয়ে সরিয়ে নিয়ে যান মেসিকে। এই ঘটনায় রেফারি দুইজনকেই হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। বার্সার জার্সি গায়ে এমন মেজাজ হারাতে মেসিকে কখনও দেখা যায় নি। ক্যারিয়ারে মাত্র ১ লাল কার্ড দেখেছেন মেসি। ২০০৫ সালে নিজের আন্তর্জাতিক অভিষেক ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম লাল কার্ড দেখেন তিনি। আর এদিন দ্বিতয়ি লাল কার্ড থেকে ভাগ্য জোরে বেঁচে যান। ওই ঘটনার পর অবশ্য বার্সেলোনাকে ৪১ মিনিটে কোল এনে দিয়ে ২-০ গোলে এগিয়ে দেন। এর আগে ২৬ মিনিটে কাতালানদের প্রথমে এগিয়ে দেন নেইমার। আর ৬৬ মিনিটে বার্সেলোনার বড় জয় নিশ্চিত করেন ইভান রাকিটিচ।
সংবাদ শিরোনাম
গুঁতো মেরে মেসির হলুদ কার্ড
- Reporter Name
- আপডেট টাইম : ১২:০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫
- ৩৫২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ