চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

হাওর বার্তা ডেস্কঃ  এডিস মশাবাহিত চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সকল কর্মকর্তা-কর্মচারীর শুক্র ও শনিবারের ছুটি বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)।

চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজ এই আদেশ দেন।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তর কুমার রায় বাসসকে জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। ফলে শুক্র ও শনিবারও কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে।

সম্প্রতি রাজধানীতে চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মেয়র সাঈদ খোকন আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে রোগটি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেন।

এজন্য প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে জনসংযোগ কর্মকর্তা জানান। তিনি বলেন, মেয়রের ঘোষণার অংশ হিসেবে সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর