বর্ণবৈষম্যের ভয়াবহ নজির তৈরি করলেন ওয়াশিংটনের মেয়র প্যাট্রিল রাশিং। মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে ‘গোরিলা ফেস’ বলে মন্তব্য করলেন তিনি। অবশ্য শুধু এটুকুইতে থামেননি তিনি। নিজের ফেসবুক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিবারকে বাঁদরের পরিবারের সঙ্গে তুলনা করলেন প্যাট্রিক। ফেসবুকে তিনি লিখেছেন ”মিশেল ওবামার মুখটা গোরিলার মত। এই মহিলা একটুও আকর্ষক নন। একমাত্র বাঁদর-মানব ওবামারই ওনাকে পছন্দ হতে পারে।”
এয়ারওয়ে হাইটস সিটি কাউন্সিল প্যাট্রিককে এই পোস্ট প্রত্যাহার করতে বললেও তিনি মোটেও তা করতে রাজি হননি। তিনি বলেছেন ”আমি ভুল করেছি এবং সেটা স্বীকারও করছি। কিন্তু আমি যদি পদত্যাগ করি, তাহলে প্রমাণিত হবে আমি বর্ণবিদ্বেষী।কিন্তু আমি মোটেও তা নই।”
রাশিংয়ের এই পোস্টের জেরে স্বভাবতই বিতর্কের ঝড় উঠেছে। এয়ারওয়ে হাইটস কম্যুনিটির সদস্যরাই এই মন্তব্যকে বর্ণবিদ্বেষী ও অবমাননাকর বলেছেন। তবে, দমতে রাজি নন রাশিং। তাঁর দাবি এই মন্তব্য নিছকই মজা করে করে ছিলেন তিনি। সূত্র: কলকাতা