হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর ওয়ারিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. জালাল (৩০) নামে এক যুবক খুন হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী পানির ট্যাংক এলাকায় তিনি ছুরিকাঘাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে বিকেল ৫টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, দুপুরে ওয়ারী পানির ট্যাংক এলাকায় কয়েকজন দুর্বৃত্ত এসে মো. জামালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তানিয়া নামে এক কিশোরী তাকে হাসপাতালে নিয়ে আসে। অতিরিক্ত রক্তক্ষরণে জালালের মৃত্যু হয়েছে বলে ঢামেক জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকেরা জানিয়েছেন।
জানা গেছে, জালাল পুলিশের সোর্স ছিলেন। তার বুকের বাম পাশে ছরিকাঘাতের চিহ্ন রয়েছে।