হাওর বার্তা ডেস্কঃ অপ্রিয় সত্য কথা বলার জন্য লোকমান হাকিমের চাকরি চলে গেছে। ভান ধরতে না পারার কারণে ব্যবসা-বাণিজ্যকোনও কিছুতেই সে সফল হতে পারেনি। লোকমান হাকিমের চলাফেরায়, আচার-আচরণে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এমনকি নিজের স্ত্রী পর্যন্ত মহা বিরক্ত। স্ত্রী আকলিমা এবার সিদ্ধান্ত নিয়েছে, এভাবে আর সংসার করবেনা।পারিবারিক সভা বসে। লোকমান হাকিমকে আলটিমেটাম দেওয়া হয়। লোকমান হাকিম ভালো মানুষ কিন্তু এতোবোকা হলে তো চলবে না। বউ তাকে চালাক হবার ট্রেনিং দেয়। লোকমান হাকিম কি শেষবারের সুযোগটি কাজেলাগাতে পারবে? ভালো মানুষ যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আকলিমা কি সেটা জানে না?’ এমনই গল্প নিয়েতৈরি হয়েছে নাটক আল্টিমেটাম।
৭ পর্বের এই ধারাবাহিক নাটকটি এনটিভিতে ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতিদিন রাত ৯.৫০ মিনিটে প্রচার হবে।
মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- রিয়াজ, তিশা, ডা. এজাজ, শামীমা নাজনীন, আব্দুল্লাহ রানা, শর্মীমালা, রিফাত চৌধুরী, মুকুল সিরাজ, সিফাত শাহ্রীন প্রমূখ।