দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো। ভোর থেকেই ঢাকা ও এর আশপাশের এলাকায় ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে। দুপুর ১২ টা ১০ মিনিট পর্যন্ত অপেক্ষার পরও বৃষ্টি থামার কোনো লক্ষণ না দেখে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পয়াররা। আগামীকাল মঠের পরিবেশ ভাল হলে সকাল সাড়ে ৯টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। গতকাল প্রথমদিন টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে ২৪৬ রানে শেষ করে। নাসির হোসেন ১৩ রানে অপরাজিত থাকেন। তার দিকেই আজ বাংলাদেশ চেয়ে আছে। এর আগে স্বাগতিকদে হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন অধিনায়ক মুশফিকুর রহীম। এছাড়া মুমিনুল হক ৪০ ও মাহমুদুল্লাহ ও সাকিব আল হাসান ৩৫ করে রান করেন। দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ও স্পিনার জেপি ডুমিনি ৩টি করে উইকেট নেন। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টটি বৃষ্টির কারেণ ড্র হয়।
সংবাদ শিরোনাম
বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৩২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫
- ৪০৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ