খালিয়াজুরীকে ‘দুর্গত এলাকা’ ঘোষণার দাবিতে মানববন্ধন

অকাল বন্যায় বিপর্যয়গ্রস্ত নেত্রকোনার খালিয়াজুরী উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণাসহ ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যজীবীদের পুনর্বাসনের দাবিতে গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়েছে। জেলা শহরে বসবাসরত খালিয়াজুরী উপজেলাবাসী ‘হাওর বাঁচাও, খালিয়াজুরী বাঁচাও’ স্লোগান তুলে ধরে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। সেখানে ১১ দফা দাবি পেশ করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ব্রজগোপাল সরকার, মতিয়র রহমান, অ্যাডভোকেট মইনুল হক মোহন, মাসুদ রানা চৌধুরী, অজিত বরণ সরকার, জাহাঙ্গীর আলম, দেওয়ান রহমত আলী, প্রেমানন্দ সরকার, সাংবাদিক সঞ্জয় সরকার, স্বাগত সরকার শুভ প্রমুখ। খালিয়াজুরীকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে আয়োজিত মানববন্ধনে দুর্গত মানুষের পক্ষ থেকে ১১ দফা দাবি পেশ করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর