কৃষকদের ক্ষতিপূরণ ও পূনর্বাসনের দাবীতে কিশোরগঞ্জের করিমগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের সামনে মানববন্ধন করেছে জেলার সচেতন নাগরিক সমাজ।
শুক্রবার দুপুরে আয়োজিত মানববন্ধনে স্থানীয় কৃষকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। বক্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ মওকুফ, নতুন করে কৃষি ঋণ প্রদানসহ পূনর্বাসনের দাবি জানান। তারা হাওরের নদী খনন ও ফসল রক্ষা বাঁধ নির্মাণেরও দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক এমরান আলী ভূইয়া, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান চাঁন মিয়া, দেহুন্দা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সঞ্জু, জামিল আনসারী, আহসান হাবিব জামাল, প্রবীর চক্রবর্তী, ইবনে আব্দুল্লাহ শাহজাহান, তানভীর ইমদাদ রসি, আলী হোসেন নিশাদ প্রমুখ।
করিমগঞ্জের অনেক কৃষকের জমি রয়েছে হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে। এবারের আগাম বন্যায় কিশোরগঞ্জের হাওর অঞ্চলের পাশাপাশি করিমগঞ্জ উপজেলার অনেক কৃষকও ক্ষতিগ্রস্ত হয়েছেন।