স্বভাবসুলভ ভঙ্গিতে বক্তব্য দেওয়ার কারণে দেশের মানুষের কাছে জনপ্রিয় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ত্রিশালে আজ বক্তব্যের এক পর্যায়ে বলেই দিলেন, ‘মন ভালো নেই আজ। আকাশের মতো মনটা খুব মেঘাছন্ন।’
বুধবার (১৯ এপ্রিল) ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতি উপস্থিত শিক্ষার্থী ও সুধীজনদের উদ্দেশে একথা বলেন। অনুষ্ঠান সমাবর্তন বক্তা ছিলেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান বক্তব্য রাখেন।
রাষ্ট্রপতি বলেন,‘আমি কিশোরগঞ্জের