সুদুর বেলজিয়ামের একদল শিক্ষক-শিক্ষার্থী এসেছেন গাইবান্ধায়। শুধু বেড়ানোর জন্য নয়। তাদের টিফিনের টাকা বাঁচিয়ে পাঠানো টাকায় প্রায় ৩ বছর আগে জেলার চরাঞ্চলের এক হাজার পরিবারের জন্য নির্মিত ঘর দেখতে এসেছেন।
এসব ঘর নির্মাণের দায়িত্বে থাকা স্থানীয় এনজিও গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি আফতাব হোসেন জানান, তাদের দেয়া টাকায় গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে হতদরিদ্রদের জন্য এক হাজার ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে দেড় লাখ টাকা করে ব্যয় হয়েছে।
তিনি আরো জানান, বেলজিয়ামের ১৮ শিক্ষক-শিক্ষার্থীর দলটিতে আছেন ১৪ শিক্ষার্থী ও ৪ শিক্ষক। তারা ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে বগুড়ার সারিয়াকান্দি যান এবং সেখান থেকে বুধবার বিকালে বাইসাইকেল চালিয়ে গাইবান্ধা আসেন। বর্তমানে তারা গাইবান্ধা শহরতলির বোয়ালী ইউনিয়নের নশরৎপুর গ্রামে ‘গণ উন্নয়ন কেন্দ্র’ নামে একটি বেসরকারি সংগঠনের রেস্ট হাউসে অবস্থান করছেন। শুক্রবার তারা গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ও বাদিয়াখালিতে দরিদ্রদের জন্য গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।