বেসরকারি হজ হজযাত্রীরা সৌদি আরবে থাকা, খাওয়া ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য প্রায় দেড় লাখ টাকা খরচ করতে পারবেন।
বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক আব্দুল মান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
খরচের এ নির্দেশনা বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ও সব ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি হজযাত্রীদের সৌদি আরবে বাড়ি ভাড়া, খাবার ও অন্যান্য ব্যয়বাবদ জনপ্রতি খরচ নির্ধারণ করা হলো, ৬ হাজার ৮শ’ সৌদি রিয়াল। যা বাংলাদেশি টাকায় ১ লাখ ৪১ হাজার ৩২ টাকা (বুধবার বাংলাদেশে সৌদি রিয়ালের দাম ছিল ২০ টাকা ৭৪ পয়সা)।
বাংলাদেশ থেকে এই পরিমান সৌদি রিয়াল বা বাংলাদেশি টাকা স্থানান্তরের জন্য হজযাত্রীদের ১১ জুন অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
হজযাত্রীদের নামের তালিকা ও মোয়াল্লেম ফি জমাদানের প্রমাণ সাপেক্ষে আর্থিক বিধি-বিধান অনুসরণ করে অর্থ স্থানান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।