শুধু আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে জঙ্গিবাদ দূর করা সম্ভব হবে না বলে মনে করে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি এ বিষয়ে দার্শনিক লড়াইয়েরও তাগিদ দিয়েছেন। তিনি বলেন, ‘কেবল ল এনফোর্সের মাধ্যমে এই সমস্ত সমস্যা সমাধান হবে বলে মনে করি না। সমস্ত গবেষক, গবেষণা শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা এই বিষয়ে প্রতিষ্ঠান তাদের অভিজ্ঞতা জানানোর অনুরোধ করছি। তাহলেই আমরা সন্ত্রাস দমনে সমর্থ হবো।’
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেরোরিজম ইন দ্যা ওয়েভ অব ইসলামিক স্টেট’ শীর্ষক এক আলোচনায় এ কথা বলেন বেনজীর। দুইদিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগ।
জঙ্গিবাদ একটি বিজাতীয় সমস্যা উল্লেখ করে র্যাব প্রধান বলেন, ‘শায়খ আব্দুর রহমান মদিনা থেকে এসে এই মুভমেন্ট করলো, তামিম চৌধুরী বিদেশ থেকে এসে বাংলাদেশে জঙ্গি মুভমেন্টে করলো। সে সিরিয়া গিয়েছে, সে ফ্রান্স থেকে ডিপোর্টেড হয়ে এসেছে। সো আমরা দেখছি প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু বিজাতীয়।’
বাংলাদেশের মানুষ জঙ্গি তৎপরতাকে পছন্দ করছেন না বলে মনে করেন বেনজীর। তিনি বলেন, ‘আমরা দেখেছি বাংলাদেশে এদের বিরুদ্ধে বিরাট একটা প্রতিবাদ। গত বছরেও দেখেছি সাধারণ মানুষ এদের পছন্দ করে না। বাবা-মা এদের লাশ নিতে আসে না।’
তবে জঙ্গিবাদ যে কেবল বাংলাদেশের সমস্যা নয় সেটিও তুলে ধরেন র্যাব প্রধান। বলেন, ‘এটা এখন গ্লোবাল ইস্যু, কেবল আঞ্চলিক ইস্যু না। এটা ভারতে, পাকিস্তানে আছে, নেপাল, শ্রীলঙ্কাও প্রশ্নবিদ্ধ।’
জঙ্গি তৎপরতায় জড়াতে জঙ্গিরা পবিত্র কোরআনের ভুল ব্যখ্যা করে চলছে বলে মনে করেন র্যাব ডিজি। বলেন, ‘পবিত্র কোরআনে চারটা আয়াত আছে যেখানে জিহাদ করতে বলা হয়েছে। কিন্তু সেটা বিশেষ পরিস্থিতিতে।’
জঙ্গিবাদে আতঙ্কিত না হয়ে সবাইকে একসঙ্গে প্রতিরোধের আহ্বান জানান বেনজীর। বলেন, ‘সম্প্রতি টেরোরিজমের বিপরীতে প্রাথমিক সাফল্য যেটা এসেছে, এতে আত্মতুষ্টির কোন কারণ নেই। আমাদের সবাইকে মিলে প্রতিরোধ করতে হবে। তবে এটা আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব না।
পুলিশকে আরও আধুনিকায়ন করার আহ্বান জানিয়ে বেনজীর বলেন, ‘মডার্ন ডে পুলিশিং শুধুমাত্র লাঠিপেটা করে হয় না। স্ট্যাটিকাল ডিসিশন নিতে হয় আমরা চেষ্টা করছি নতুন নতুন কৌশল কাজে লাগাতে।’
দুইদিনব্যাপী চলা এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর শফিকুর রহমান, ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটির প্রফেসর মোকারম হোসাইন, ভ্যালদস্তা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর মিজানুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জিয়া রহমান প্রমুখ।