স্বাধীনতার মূল্যবোধ কতটুকু ছুঁয়েছে তরুণদের

ধানমন্ডির সরোবর ঘেঁষে ছনের ছাউনি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকটি রেস্তোরাঁ। একটি টেবিল ঘিরে চারটি চেয়ার। তরুণদের আড্ডা। অদূরে বসে আছি। আড়ি না পাতলেও আড্ডার বাতচিত আসছে কানে। ওরা কথা বলছে স্বাধীনতা দিবস নিয়ে। ‘দোস্ত, বল তো স্বাধীনতা দিবস কবে?’ বন্ধুর এ প্রশ্নের জবাবে গোলগাল মুখে চশমা আঁটা ছেলেটি জবাব দিল, ‘কেন দোস্ত, ওই দিন কি তোর কোচিং বন্ধ থাকবে?’ ‘আরে না, ১৬ ডিসেম্বর টিউটোরিয়াল পরীক্ষা।’ প্রশ্ন, উত্তর আর প্রতি-উত্তর শুনে ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে দেখি আড্ডায় বসা তিন তরুণের বয়স বড়জোর বাইশ কি তেইশ। এরা এ প্রজন্মের তরুণ। এদের মতো অনেকেই আছে, যাদের মধ্যে জানার সীমবদ্ধতার তালিকায় আছে মুক্তিযুদ্ধ, স্বাধীন জাতির গোড়াপত্তনের ইতিহাস। অথচ নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ফল করে পত্রিকার পাতায় ‘ভি চিহ্ন’ দেখানো ছবি ছাপা হচ্ছে এদের অনেকের।

নতুন প্রজন্মের ছেলেমেয়েদের অনেকের মধ্যে দেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে জানাশোনা তলানিতে। এর দোষ পুরোপুরি তাদের, তা বলা যাবে না। আমাদের শিক্ষাব্যবস্থা, সামাজিক মূল্যবোধ গড়ে তোলার প্রথম পাঠশালা পরিবারের দায়িত্বও কম নয়। তথ্যপ্রযুক্তিতে আমরা এগিয়ে যাচ্ছি ঠিক। নতুন উদ্ভাবন কিংবা আবিষ্কারের সঙ্গে নতুনদের সখ্য বেশি হবে- এটাই স্বাভাবিক। কারণ, কিশোর-তরুণদের স্বচ্ছ মস্তিষ্ক খুব কম সময়ে অনেক জটিল বিষয় ধারণ করতে পারে। অনেক সূক্ষ্ম বিষয়ও তাদের ভাবনায় দ্রুতই ছড়িয়ে যায়। এভাবেই তাদের চিন্তাশক্তির ক্ষমতাও বৃদ্ধি পায় ধীরে ধীরে। অন্তর্জালের বিস্তৃতিতে সামাজিক যোগাযোগমাধ্যমের বান ডেকেছে। এই বানে পলি জমছে আমাদের চিন্তাশীল মস্তিষ্কের পরতে পরতে। এদের মধ্যে তরুণদের সংখ্যা বেশি। যারা এ প্রজন্মের পরিচয় নিয়ে বেড়ে উঠছে। তথ্যপ্রযুক্তিতে এগিয়ে থাকা বা পিছিয়ে পড়া তরুণদের মধ্যে একটি বড় অংশ এখনও দেশের স্বাধীনতা সংগ্রামের গোড়ার কথা জানে না। জানার আগ্রহ নেই বলা যাবে না, তবে তা খুবই সামান্য। যে কারণে এখনও ধানমন্ডির মতো একটি অভিজাত এলাকায় বসে শুনতে হচ্ছে, ‘স্বাধীনতা দিবস ১৬ ডিসেম্বর!’

ছায়ার পেছনে আলোও আছে। তরুণদের অনেকেই বুদ্ধিদীপ্ত চিন্তাভাবনায় এগিয়ে যাচ্ছে ঈর্ষণীয়ভাবে। ইতিহাস-ঐতিহ্য, রাজনৈতিক গতিধারা সব বিষয়ে খোঁজখবর করার অভ্যাস গড়ে উঠছে তাদের। তাদের মতান্তর, লেখালেখি, আলাপ-আলোচনাতে এর প্রমাণ মেলে। এ প্রজন্মের ছেলেমেয়েরা এসব নিয়ে গবেষণাও করছে। পড়াশোনা করছে। তবে এটাও ঠিক, এর সংখ্যা নগণ্য। বাংলাদেশের বয়স এখন ৪৫ বছর। এ বয়সে একজন মানুষকে যেমন পরিপূর্ণ হিসেবে সমাজের মানুষ দেখতে চায়, তেমনি একটি গতিশীল রাষ্ট্রের গর্বিত নাগরিক হওয়ার বাসনাও বাতুলতা নয়।

ভাসানী নভোথিয়েটারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দুর্লভ ভাষণের ভিডিওচিত্র দেখার সুযোগ হয়েছিল আমার। ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশে ফিরে এসে তিনি বলেছিলেন, ‘দুনিয়ার সব রাষ্ট্রের কাছে আমার আবেদন আমার রাস্তা নাই, আমার ঘাট নাই, আমার খাবার নাই, আমার জনগণ গৃহহারা, সর্বহারা, আমার মানুষ পথের ভিখারি। তোমরা আমার মানুষকে সাহায্য কর, মানবতার খাতিরে তোমাদের কাছে আমি সাহায্য চাই। দুনিয়ার সকল রাষ্ট্রের কাছে আমি সাহায্য চাই। তোমরা আমার বাংলাদেশকে তোমরা রিকোগনাইজ কর। জাতিসংঘের ত্রাণ দাও দিতে হবে। উপায় নাই দিতে হবে।’

বঙ্গবন্ধুর এই ভাষণে স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের ছবি চোখের সামনে ফুটে ওঠে। একটু সময় নিয়ে কল্পনা করলে কারো পক্ষে তা বোঝা অসাধ্য হবে না। সেই অবস্থা থেকে বাংলাদেশ আজ কোথায় উঠে এসেছে ভাবা যায়? আমরা তো এগিয়ে যাবই। এগিয়ে যাওয়ার মন্ত্র তো আমার জাতিসত্তার গভীরে রাখা। ওই দিনের ভাষণে বঙ্গবন্ধুই তো বলেছিলেন, ‘আমি আমরা হার মানবো না। আমরা হার মানতে জানি না।’ যে জাতি হার মানতে জানে না, তাদের কি চাইলেও আটকে রাখা যাবে, স্লথ করা যাবে এগিয়ে যাওয়ার গতি? পিছিয়ে থাকতে শেখেনি বাঙালি। এই প্রজন্মের শিরায় তো পূর্বপুরুষের রক্ত বইছে। তবে তারা কেন পিছিয়ে রইবে?

৪৫ বছর বয়সী বাংলাদেশ নিয়ে তরুণরা কী ভাবছে? এমন কয়েকটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল তরুণদের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আমিরুল মাসুদ। তার উত্তর সোজাসাপ্টা। ‘নিরাপদ আধুনিক রাষ্ট্র।’ শব্দ তিনটি হলেও গভীরে লুকিয়ে আছে বিস্তৃত ভাবনা। ব্যাখ্যা দিয়েছেন এই তরুণ নিজেই। বললেন, ‘নিরাপদ বলতে বোঝাতে চেয়েছি সব ধরনের নিরাপত্তা। এটা মৌল মানবিক চাহিদা থেকে শুরু করে জীবনের নিরাপত্তা। শিক্ষিত বেকার শব্দটি যেখান থেকে নির্বাসিত হবে চিরতরে। কর্মক্ষম একটি মানুষও কর্মহীন থাকবে না। কারণ, বেকারত্বের কারণেই পরিবার, সমাজ ও রাষ্ট্রে অপরাধ বেড়ে যায়। আধুনিক রাষ্ট্রের ব্যাখ্যা নতুন করে দেওয়ার কিছু নেই। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। পিছু পিছু নয়, পথ চলতে হবে পাশাপাশি। আধুনিক বিশ্বের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গতিবিধিও লক্ষ রাখতে হবে সচেতনভাবে।’

তরুণ প্রজন্মের ভাবনার এ বিকাশ এক দিনে হয়নি। মুক্তমত প্রকাশ, জানার ইচ্ছে, জানানোর ইচ্ছে সব কিছুর মিলে এ অবস্থা তৈরি হয়েছে। গার্হস্থ্য অর্থনীতি কলেজে পড়ছেন মাকসুদা পারভীন ইভা। রাষ্ট্রচিন্তার মৃদু ছাপ আছে তার মননে। খুব একটা গভীরে না গেলেও এ তরুণীর ভাবনাতে আছে স্বচ্ছতা। ‘তরুণদের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত করার কথা বলা হয়। বিপরীতে উদ্যোগ আছে কতটুকু? পাঠের অভ্যাস কমেছে। জানার আগ্রহ কমেছে। কিন্তু কেন? এর কারণ খুঁজে বের করতে হবে। মা-বাবার মুখে শুনেছি তাদের অবসর কাটত বই পড়ে কিংবা খেলাধুলা করে। আর এখন? খেলার মাঠ কোথায়? বই নেই, হাতে আছে স্মার্টফোন। সবই দরকার। কিন্তু পুরোপুরি যান্ত্রিক জীবনে অভ্যস্ত হয়ে পড়া তরুণ প্রজন্মকে নিয়ে ভাবনার সুযোগ আছে আরও।’

রাষ্ট্রের অস্তিত্বের সঙ্গে যেসব চেতনা, দর্শন জড়িয়ে আছে তা আরও ছড়িয়ে দিতে হবে। ফেসবুক-প্রজন্ম বলে যাদের চিহ্নিত করা হয়, তরুণদের ওই অংশের প্রতি আরও গুরুত্ব দিতে হবে। উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সঙ্গে দেশের ইতিহাস-ঐতিহ্যের জ্ঞানার্জন তো সাংঘর্ষিক কিছু নয়, তবে কেন অভিভাবকরা এ বিষয়ে মন দেবেন না? খোঁজ নিলে দেখা যাবে, সন্তানকে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, দফায় দফায় সামরিক অভ্যুত্থান, রাজনীতির অতীত-বর্তমান সম্পর্কে সচেতন করার আগ্রহ কম অভিভাবকেরই আছে। তারা মনে করে, এসব বাহুল্য। পরীক্ষার খাতায় বা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসবের যতটুকু পড়া দরকার, ততটুকু হলেই হবে। আমাদের স্বাধীনতা দিবস কবে? উত্তরে যেন সন্তানটি ২৬ মার্চ বলতে পারে। অতটুকুই যথেষ্ট। অথবা বিজয় দিবস ১৬ ডিসেম্বর, এর বেশি জানার কী আছে? আবার বায়ান্নর ভাষা আন্দোলন যে মুক্তিযুদ্ধের বীজতলা রচনা করেছিল—এসব জেনে প্রতিযোগিতামূলক কর্মজীবনে কতটুকুই কাজে আসবে? অভিভাবক ও পরিবারের সদস্যদের এমন ধ্যান-ধারণা নতুন প্রজন্মের প্রকৃত নাগরিক হওয়ার অন্তরায়, এটা কজন বোঝেন?

ছেলেমেয়েকে কম্পিউটার শেখাতে হবে। স্মার্টফোন তুলে দিতে হবে হাতে, তা না হলে পিছিয়ে থাকবে। অপরের কাছ থেকে জানাশোনা হবে না, ‘বাহ্! আপনার ছেলেটি কিংবা মেয়েটি তো বেশ স্মার্ট!’

উন্নয়নের যে পথে বাংলাদেশ হাঁটছে, সেই পথ ভবিষ্যতেও পাড়ি দিতে হবে। তরুণ প্রজন্মই নেতৃত্ব দেবে আগামীদিনের বাংলাদেশকে। তাই তাদের গড়ে তুলতে হবে প্রকৃত আদর্শে। যে আদর্শের তাড়নায় তারা সৎ হবে। দেশপ্রেমে থাকবে অটল। প্রকৃত দেশপ্রেমের চেতনা শিরায় বইবে। এই দেশ নিয়ে গর্ব করবে। বিশ্বসভায় বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে সহযোগিতা করেছে তরুণ প্রজন্ম। বেড়ে ওঠা এসব চারাগাছের দিকে এখন থেকে নজর না দিলে ভবিষ্যতের মহীরুহ শক্তপোক্ত ভিত গড়তে পারবে না। সামান্য দমকা হাওয়াতে দুমড়েমুচড়ে পড়বে।

স্বাধীনতার মূল্যবোধ ও তরুণদের মধ্যে দূরত্ব কতটুকু? স্বাধীনতার মূল্যবোধ কতটুকু ছুঁয়েছে তরুণ প্রজন্মকে? এ দূরত্ব গোছানোর সময় বয়ে যাচ্ছে। স্বাধীনতার ৪৫ বছরে দাঁড়িয়ে যোগ্য, স্বনির্ভর তরুণ প্রজন্ম গড়ে তোলার শপথ আমরা নিতেই পারি। যারা থাকবে সব বিনাশের ঊর্ধ্বে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ যাদের স্পর্শ করবে না। দেশপ্রেমের প্রকৃত মূল্যবোধ তাদের মধ্যে জেগে উঠবে। তারা আত্মবিশ্বাস নিয়ে বলবে, আমি এ ভূখণ্ডের গর্বিত সন্তান।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর