এবছর রেকর্ড পরিমান সরিষা চাষ করা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর অসময়ে ব্যাপক বন্যা হওয়ায় উচুনিচু সকল জমির রোপা আমন ফসল পানিতে নষ্ট হয়ে যায়। যার ফলে বন্যার পানি শুকিয়ে যাওয়ার সাথে সাথে কৃষকরা সরিষা চাষে ব্যস্ত হয়ে পড়ে।
বিগত বছর গুলোতে ৩/৪ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ করলেও, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে,এবছর হাইব্রিড ও দেশী জাতের প্রায় ৮ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। যা বিগত বছর গুলোর চেয়ে দ্বিগুণ।
সরেজমিনে কৃষক মো: আব্দুল রতিফ, আব্দুস ছবুর, রিয়াজুল, জাকারিয়া বলেন, বন্যায় রোপা আমন নষ্ট হয়ে যাওয়ায় হতাস হয়ে পড়ি বেচে থাকার তাগিদে খাবার ধান ও হালের বলদ বিক্রি করে সরিষা চাষ করেছি।
তারা আশা করেন, কোন প্রকার প্রাকৃতিক দূযোগ না হলে বাম্পার ফলন পাওয়ার। বেশ কিছু এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে বন্যার পানির সাথে পলি মাটি জমিতে পড়ায় সরিষার গাছ সতেজ হয়েছে। ফুল ঝরা পর্যন্ত কোন প্রকার বৈরী আবহাওয়া ও দুর্যোগ না হলে কৃষকের বাম্পার ফলনের আশাপূরণ হতে পারে।