আন্তর্জাতিক : দীর্ঘ ২২ বছর পর ক্ষমতা হারিয়েছেন পশ্চিম আফ্রিকার দেশ জাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ইয়াহিয়াকে পরাজিত করে অ্যাডামা ব্যারো নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
সে দেশের নির্বাচন কমিশনের বরাত দিয়ে শুক্রবার রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।
অ্যাডামা ব্যারো ২ লাখ ৬৩ হাজার ৫১৫ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। আর ইয়াহিয়া পেয়েছেন ২ লাখ ১২ হাজার ভোট।
ইয়াহিয়া জামে ১৯৯৪ সালে ২৯ বছর বয়সে সেনা কর্মকর্তা থাকাকালীন সেনা অভ্যুত্থান ঘটিয়ে দেশটির প্রেসিডেন্টের ক্ষমতায় আসীন হয়েছিলেন।