জোয়ার ও টানা বৃষ্টির কারণে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার নদী তীরবর্তী পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ১৫ হাজার মানুষ।
প্লাবিত গ্রামগুলো হচ্ছে, আমরাজুড়ি, আশোয়া, জব্দকাঠী, কুমিয়ান, সোনাকুর, রঘুনাথপুর, ধাবরী, মেঘপাল, বেকুটিয়া, সুবিদপুর, নিলতী, পাঙ্গাসিয়া, জোলাগাতী, শিয়ালকাঠী, চিরাপাড়া, বিড়ালজুরি, আসপদ্দি, জয়কুল, বৌলকান্দা, বাশুরী ইত্যাদি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর প্রভাবে উপজেলার খেটে খাওয়া মানুষগুলো চরম বিপাকে পড়েছেন। উপজেলার হাট বাজারগুলোতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। দোকানগুলোতে ক্রেতা শূন্য হয়ে পড়েছে। বেড়েছে জনদুর্ভোগ।