মালয়েশিয়ায় বিদেশী শ্রমিক নেয়া বন্ধ করায় ফার্নিচার তৈরি এবং বৃক্ষরোপণ খাতে ৬.৭ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত ক্ষতি হয়েছে। খোদ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি বৃহস্পতিবার সংসদে এ তথ্য প্রকাশ করেছেন।
তিনি বলেন, প্রয়োজনীয় জনশক্তির অভাবে স্থানীয় ফার্নিচার শিল্প ৬.৭ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত ক্ষতির মুখ দেখেছে এবং বৃক্ষরোপণ খাতে ক্ষতি হয়েছে ১ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত।
এমনকি শ্রমিক সঙ্কটের কারণে অনেক ফার্নিচার কোম্পানি আন্তর্জাতিক বাজারে সঠিক সময়ে পণ্য সরবরাহ করতে পারেনি। জাহিদ হামিদি বলেন, অনেক ফার্নিচার রপ্তানীকারী বিদেশী ক্রেতাদের সাথে চুক্তি করার পরও তারা শ্রমিক সঙ্কটের কারণে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। আমি জানি এককভাবে শুধু ফার্নিচার শিল্পেরই ৮ হাজারেরও বেশি বাংলাদেশী কর্মী লাগবে এবং শ্রমিক আনার প্রতি নিষেধাজ্ঞা কবে উঠে যাবে তার জন্য তারা অপেক্ষা করছে।
দেশটির উপ প্রধান মন্ত্রী জাহিদ হামিদি জানিয়েছেন, বিদেশী শ্রমিক আনার ক্ষেত্রে কোন দালাল বা এজেন্ট নিয়োগ করেনি মালয়েশিয়া। শ্রমিক আনার অনুরোধ সরাসরি নিয়োগদাতাদের কাছ থেকেই আসছে।
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে বিদেশী শ্রমিক আনা বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার।