ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাবার দাফনে আসেননি জাকির নায়েক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০১৬
  • ৪১৮ বার

ভারতীয় ইসলামী বক্তা জাকির নায়েকের বাবা চিকিৎসক আবদুল করিম নায়েক (৮৮) ইন্তেকাল করেছেন।

রোববার রাত সাড়ে ৩টায় মুম্বাই শহরের মাজগাওয়ের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

ডা. আবদুল করিম নায়েককে রিয়ে রোড স্টেশন সংলগ্ন নারিয়াল ওয়াদি কবরস্থানে দাফন করা হয়েছে।

এরআগে তার নামাজে জানাযায় আইনজীবী, চিকিৎসক, রাজনীতিক, সাংবাদিক এবং ব্যবসায়ীসহ দেড় হাজার মুসল্লি অংশ নেন।

তবে তার ছেলে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত জাকির নায়েক গ্রেফতারের আশংকায় বাবার নামাজে জানাযা ও দাফন অনুষ্ঠানে আসেননি।

গত জুলাইয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় জড়িতরা জাকির নায়েকের বক্তৃতা থেকে উদ্বুদ্ধ হয়েছিল বলে অভিযোগ ওঠার পর থেকে তিনি ভারতের বাইরে অবস্থান করছেন।

জাকির নায়েকের বিরুদ্ধে ভারতের কোনো থানায় মামলা নেই। তবে আপত্তিকর মন্তব্যের কারণে জাকির নায়েক এবং তার পরিচালিত পিস টিভির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলার খসড়া তৈরি করা হয়েছে।

এছাড়া তার সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ভারতের গোয়েন্দা সংস্থার কড়া নজরদারিতে রয়েছে এবং এটিকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এ অবস্থায় গ্রেফতারের আশংকায় বাবার মৃত্যুতে জাকির নায়েকেরে অংশ নেননি বলে দাবি করছে ভারতী সংবাদমাধ্যম টইমস অব ইন্ডিয়া।

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে জাকির নায়েকের এক সহযোগী বলেন, ‘সময় স্বল্পতার কারণে বাবার জানাজায় অংশ নিতে পারেননি জাকির নায়েক। তবে খুব শিগগিরই তিনি বাবার প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন।’

জাকির নায়েকের বাবা ডা. আবদুল করিম মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চল রত্নাগিরিতে জন্মগ্রহণ করেন। তিনি একজন চিকিৎসক ও শিক্ষাবিদ ছিলেন। তিনি ১৯৯৪-৯৫ সালে মনরোগ চিকিৎসকদের সংগঠন বোম্বে সাইকিয়াট্রিক সোসাইটির সভাপতি ছিলেন।

আবুল করিম হৃদরোগে আক্রান্ত হওয়ায় সম্প্রতি তাকে মেজগাওয়ে প্রিন্স আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার দাফনে আসেননি জাকির নায়েক

আপডেট টাইম : ১১:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০১৬

ভারতীয় ইসলামী বক্তা জাকির নায়েকের বাবা চিকিৎসক আবদুল করিম নায়েক (৮৮) ইন্তেকাল করেছেন।

রোববার রাত সাড়ে ৩টায় মুম্বাই শহরের মাজগাওয়ের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

ডা. আবদুল করিম নায়েককে রিয়ে রোড স্টেশন সংলগ্ন নারিয়াল ওয়াদি কবরস্থানে দাফন করা হয়েছে।

এরআগে তার নামাজে জানাযায় আইনজীবী, চিকিৎসক, রাজনীতিক, সাংবাদিক এবং ব্যবসায়ীসহ দেড় হাজার মুসল্লি অংশ নেন।

তবে তার ছেলে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত জাকির নায়েক গ্রেফতারের আশংকায় বাবার নামাজে জানাযা ও দাফন অনুষ্ঠানে আসেননি।

গত জুলাইয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় জড়িতরা জাকির নায়েকের বক্তৃতা থেকে উদ্বুদ্ধ হয়েছিল বলে অভিযোগ ওঠার পর থেকে তিনি ভারতের বাইরে অবস্থান করছেন।

জাকির নায়েকের বিরুদ্ধে ভারতের কোনো থানায় মামলা নেই। তবে আপত্তিকর মন্তব্যের কারণে জাকির নায়েক এবং তার পরিচালিত পিস টিভির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলার খসড়া তৈরি করা হয়েছে।

এছাড়া তার সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ভারতের গোয়েন্দা সংস্থার কড়া নজরদারিতে রয়েছে এবং এটিকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এ অবস্থায় গ্রেফতারের আশংকায় বাবার মৃত্যুতে জাকির নায়েকেরে অংশ নেননি বলে দাবি করছে ভারতী সংবাদমাধ্যম টইমস অব ইন্ডিয়া।

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে জাকির নায়েকের এক সহযোগী বলেন, ‘সময় স্বল্পতার কারণে বাবার জানাজায় অংশ নিতে পারেননি জাকির নায়েক। তবে খুব শিগগিরই তিনি বাবার প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন।’

জাকির নায়েকের বাবা ডা. আবদুল করিম মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চল রত্নাগিরিতে জন্মগ্রহণ করেন। তিনি একজন চিকিৎসক ও শিক্ষাবিদ ছিলেন। তিনি ১৯৯৪-৯৫ সালে মনরোগ চিকিৎসকদের সংগঠন বোম্বে সাইকিয়াট্রিক সোসাইটির সভাপতি ছিলেন।

আবুল করিম হৃদরোগে আক্রান্ত হওয়ায় সম্প্রতি তাকে মেজগাওয়ে প্রিন্স আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।