ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ালে ব্যাংকে কেউ টাকা রাখবে না : অর্থ উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ১০ বার

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানোর বিষয়টি খুবই সংবেদনশীল এবং এর সঙ্গে দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও তারল্য সরাসরি সম্পৃক্ত। যদি মুনাফা বাড়িয়ে দিই, তাহলে সবাই সঞ্চয়পত্র কিনবে, আর ব্যাংকে টাকা রাখবে না। তখন ব্যাংকগুলো টাকা পাবে কোথা থেকে?

শনিবার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের খারাপ অবস্থানে থাকা ব্যাংকগুলোকে ঘুরে দাঁড় করাতে বাংলাদেশ ব্যাংক সক্রিয়ভাবে পুনর্বাসনের কাজ করছে।

ইসলামী ব্যাংকের উদাহরণ টেনে তিনি বলেন, এই ব্যাংকে এখন ধীরে ধীরে আস্থা ফিরে আসছে। ব্যাংকিং খাতের সংস্কারে সরকার ‘ব্যাংক রেজুলেশন অ্যাক্ট’ প্রণয়ন করেছে, যার মূল উদ্দেশ্য হলো আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা।”

সালেহউদ্দিন আহমেদ বলেন, যারা ব্যাংকে টাকা জমা রেখেছে, তাদের টাকা ফেরত দেওয়া হবে—এ বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে সময় লাগতে পারে, কারণ অনেকে টাকা নিয়ে পালিয়ে গেছে। পৃথিবীর কোনো উন্নত দেশেও এ ধরনের ঘটনা সহজে দেখা যায় না।

এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) চলমান অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে আলোচনা চলছে। পাঁচ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে, যারা রাজস্ব প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী এবং নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাকসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ালে ব্যাংকে কেউ টাকা রাখবে না : অর্থ উপদেষ্টা

আপডেট টাইম : ১১:৫৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানোর বিষয়টি খুবই সংবেদনশীল এবং এর সঙ্গে দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও তারল্য সরাসরি সম্পৃক্ত। যদি মুনাফা বাড়িয়ে দিই, তাহলে সবাই সঞ্চয়পত্র কিনবে, আর ব্যাংকে টাকা রাখবে না। তখন ব্যাংকগুলো টাকা পাবে কোথা থেকে?

শনিবার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের খারাপ অবস্থানে থাকা ব্যাংকগুলোকে ঘুরে দাঁড় করাতে বাংলাদেশ ব্যাংক সক্রিয়ভাবে পুনর্বাসনের কাজ করছে।

ইসলামী ব্যাংকের উদাহরণ টেনে তিনি বলেন, এই ব্যাংকে এখন ধীরে ধীরে আস্থা ফিরে আসছে। ব্যাংকিং খাতের সংস্কারে সরকার ‘ব্যাংক রেজুলেশন অ্যাক্ট’ প্রণয়ন করেছে, যার মূল উদ্দেশ্য হলো আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা।”

সালেহউদ্দিন আহমেদ বলেন, যারা ব্যাংকে টাকা জমা রেখেছে, তাদের টাকা ফেরত দেওয়া হবে—এ বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে সময় লাগতে পারে, কারণ অনেকে টাকা নিয়ে পালিয়ে গেছে। পৃথিবীর কোনো উন্নত দেশেও এ ধরনের ঘটনা সহজে দেখা যায় না।

এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) চলমান অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে আলোচনা চলছে। পাঁচ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে, যারা রাজস্ব প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী এবং নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাকসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।