ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ১১ বার

বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই পদক্ষেপের মধ্য দিয়ে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

মস্কোয় নিযুক্ত আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে ক্রেমলিন। যা তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার একটি পদক্ষেপ। গত এপ্রিলেই সংগঠনটির ওপর থেকে সন্ত্রাসী তকমা তুলে নেয় রুশ সুপ্রিম কোর্ট।

ধারণা করা হচ্ছে, কৌশলগত ও অর্থনৈতিক কারণের পাশাপাশি আঞ্চলিক প্রভাব বজায় রাখতেই কাবুলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে মস্কো।

এদিকে তালেবান সরকারের পক্ষ থেকেও এ পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে কাবুলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে বৈঠকের দৃশ্য দেখা যায়।

মুত্তাকি বলেন, ‘এই সাহসী সিদ্ধান্ত অন্য দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত হবে।’ তিনি আরও বলেন, ‘স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে, আর রাশিয়া সবার আগে এই পথে হাঁটলো।’

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত তালেবান সরকারকে বৈধতা দেয়নি কোনো পশ্চিমা দেশ। মানবাধিকার লঙ্ঘন, নারী শিক্ষা বন্ধ, মৌলবাদী নীতিসহ একাধিক ইস্যুতে আন্তর্জাতিক মহলে বিতর্ক রয়েছে তালেবান সরকারের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া

আপডেট টাইম : ১১:১৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই পদক্ষেপের মধ্য দিয়ে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

মস্কোয় নিযুক্ত আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে ক্রেমলিন। যা তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার একটি পদক্ষেপ। গত এপ্রিলেই সংগঠনটির ওপর থেকে সন্ত্রাসী তকমা তুলে নেয় রুশ সুপ্রিম কোর্ট।

ধারণা করা হচ্ছে, কৌশলগত ও অর্থনৈতিক কারণের পাশাপাশি আঞ্চলিক প্রভাব বজায় রাখতেই কাবুলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে মস্কো।

এদিকে তালেবান সরকারের পক্ষ থেকেও এ পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে কাবুলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে বৈঠকের দৃশ্য দেখা যায়।

মুত্তাকি বলেন, ‘এই সাহসী সিদ্ধান্ত অন্য দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত হবে।’ তিনি আরও বলেন, ‘স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে, আর রাশিয়া সবার আগে এই পথে হাঁটলো।’

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত তালেবান সরকারকে বৈধতা দেয়নি কোনো পশ্চিমা দেশ। মানবাধিকার লঙ্ঘন, নারী শিক্ষা বন্ধ, মৌলবাদী নীতিসহ একাধিক ইস্যুতে আন্তর্জাতিক মহলে বিতর্ক রয়েছে তালেবান সরকারের।