ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পরিবর্তন করা হচ্ছে কাবার গিলাফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ১৪ বার

হিজরি নতুন বছর উপলক্ষে পরিবর্তন করা হচ্ছে পবিত্র কাবার গিলাফ (কিসওয়া)। হিজরি ১৪৪৭ উপলক্ষে গিলাফ পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তুতি নিয়েছে সৌদি আরব। আজ বুধবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির গ্র্যান্ড মসজিদ ও নবী মসজিদের বিষয় দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত জেনারেল প্রেসিডেন্সির তত্ত্বাবধানে আগামীকাল বৃহস্পতিবার রাতেই শুরু হবে এই পবিত্র গিলাফ পরিবর্তনের কাজ। প্রায় ১১ মাস ধরে নিখুঁত কারুকার্যে নতুন গিলাফটি সাজানো হয়েছে। মক্কার উম্মুল জুদ এলাকায় অবস্থিত কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর হোলি কিসওয়াতে এটির যাবতীয় কারুকার্য করা হয়েছে।

প্রাচীন রীতি অনুযায়ী ৭টি ধাপে গিলাফ তৈরি হয়। এগুলো হলো পানি পরিশোধন, রেশম ধোয়া, কালো রঙে রঞ্জন, বয়ন, কোরআনের আয়াতের জ্যামিতিক ছাপ, স্বর্ণ-রুপা সুতার সূচিকর্মের চূড়ান্ত সংযোজন ও পরীক্ষা।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪৭টি সূক্ষ্মভাবে বোনা রেশমের টুকরো দিয়ে গঠিত এই গিলাফে মোট ৬৮টি কোরআনের আয়াত খোদাই করা হয়েছে। এগুলো রুপার সুতা এবং ২৪ ক্যারেট সোনায় মোড়ানো সুতার মাধ্যমে লেপ্টে দেওয়া হয়েছে। নতুন গিলাফের ওজন প্রায় ১ হাজার ৪১৫ কেজি।

পবিত্র কাবার গিলাফ পরিবর্তন ঐতিহাসিক পরম্পরা। আগে হজের দিন এটি পরিবর্তন করার রীতি ছিল। তবে বর্তমানে ১ মহররম হিজরি নববর্ষের প্রথম প্রহরে করা হয়ে থাকে।

বিশেষভাবে তৈরি এ গিলাফে প্রতি মিটারে ১০ ধাপে ৯ হাজার ৯০০ সুতা লাগানো হয়। গিলাফের বাইরের কালো কাপড়ে স্বর্ণমণ্ডিত রেশম সুতা দিয়ে ক্যালিগ্রাফি করেন দক্ষ কারিগররা। এরপর ঝারনিখ কালি দিয়ে প্রথমে কাপড়ে ক্যালিগ্রাফির আউটলাইন দেওয়া হয়। পরে কারিগরদের দক্ষ হাতের ছোঁয়ায় হরফের ভেতর রেশম সুতার মোটা লাইন বসিয়ে স্বর্ণের সুতা দিয়ে বিশেষ পদ্ধতিতে হরফ ফুটিয়ে তোলা হয়।

মক্কার উম্মুদ জুদ এলাকায় বিশেষ কারখানায় কাবা শরিফের গিলাফ নির্মাণের প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করা হয়। গিলাফ তৈরির কাজে ১২০ কেজি সোনার সুতা, ৭০০ কেজি রেশমি সুতা এবং ২৫ কেজি রুপার সুতা ব্যবহার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

পরিবর্তন করা হচ্ছে কাবার গিলাফ

আপডেট টাইম : ০৮:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

হিজরি নতুন বছর উপলক্ষে পরিবর্তন করা হচ্ছে পবিত্র কাবার গিলাফ (কিসওয়া)। হিজরি ১৪৪৭ উপলক্ষে গিলাফ পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তুতি নিয়েছে সৌদি আরব। আজ বুধবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির গ্র্যান্ড মসজিদ ও নবী মসজিদের বিষয় দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত জেনারেল প্রেসিডেন্সির তত্ত্বাবধানে আগামীকাল বৃহস্পতিবার রাতেই শুরু হবে এই পবিত্র গিলাফ পরিবর্তনের কাজ। প্রায় ১১ মাস ধরে নিখুঁত কারুকার্যে নতুন গিলাফটি সাজানো হয়েছে। মক্কার উম্মুল জুদ এলাকায় অবস্থিত কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর হোলি কিসওয়াতে এটির যাবতীয় কারুকার্য করা হয়েছে।

প্রাচীন রীতি অনুযায়ী ৭টি ধাপে গিলাফ তৈরি হয়। এগুলো হলো পানি পরিশোধন, রেশম ধোয়া, কালো রঙে রঞ্জন, বয়ন, কোরআনের আয়াতের জ্যামিতিক ছাপ, স্বর্ণ-রুপা সুতার সূচিকর্মের চূড়ান্ত সংযোজন ও পরীক্ষা।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪৭টি সূক্ষ্মভাবে বোনা রেশমের টুকরো দিয়ে গঠিত এই গিলাফে মোট ৬৮টি কোরআনের আয়াত খোদাই করা হয়েছে। এগুলো রুপার সুতা এবং ২৪ ক্যারেট সোনায় মোড়ানো সুতার মাধ্যমে লেপ্টে দেওয়া হয়েছে। নতুন গিলাফের ওজন প্রায় ১ হাজার ৪১৫ কেজি।

পবিত্র কাবার গিলাফ পরিবর্তন ঐতিহাসিক পরম্পরা। আগে হজের দিন এটি পরিবর্তন করার রীতি ছিল। তবে বর্তমানে ১ মহররম হিজরি নববর্ষের প্রথম প্রহরে করা হয়ে থাকে।

বিশেষভাবে তৈরি এ গিলাফে প্রতি মিটারে ১০ ধাপে ৯ হাজার ৯০০ সুতা লাগানো হয়। গিলাফের বাইরের কালো কাপড়ে স্বর্ণমণ্ডিত রেশম সুতা দিয়ে ক্যালিগ্রাফি করেন দক্ষ কারিগররা। এরপর ঝারনিখ কালি দিয়ে প্রথমে কাপড়ে ক্যালিগ্রাফির আউটলাইন দেওয়া হয়। পরে কারিগরদের দক্ষ হাতের ছোঁয়ায় হরফের ভেতর রেশম সুতার মোটা লাইন বসিয়ে স্বর্ণের সুতা দিয়ে বিশেষ পদ্ধতিতে হরফ ফুটিয়ে তোলা হয়।

মক্কার উম্মুদ জুদ এলাকায় বিশেষ কারখানায় কাবা শরিফের গিলাফ নির্মাণের প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করা হয়। গিলাফ তৈরির কাজে ১২০ কেজি সোনার সুতা, ৭০০ কেজি রেশমি সুতা এবং ২৫ কেজি রুপার সুতা ব্যবহার করা হয়।