মগবাজারে গ্রীণওয়ে গলি এলাকায় সম্প্রতি একটি ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িতদের শনাক্তকরণে কাজ করছে পুলিশ।
গতকাল রবিবার রাতে একথা জানান তেজগাঁও বিভাগের (হাতিরঝিল) জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) রব্বানী হোসাইন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দিনে-দুপুরে কাঁধে ব্যাগ নিয়ে জনশূন্য একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। এ সময় মোটরসাইকেলে বসে থাকা তিন যুবকের মধ্যে দুইজন পথচারী সেই যুবকের কাঁধে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। বাধা দিলে ছিনতাইকারীরা ‘চাপাতি’ বের করে যুবককে আঘাত করতে থাকে। পরবর্তীতে ছিনতাইকারীরা লুটপাট করে মোটরসাইকেলে চড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু ভুক্তভোগী যুবক মোটরসাইকেলের চাকা ধরে রাখার চেষ্টা করেন এবং ছিনিয়ে নেওয়া ব্যাগ ও জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার জন্য হাতজোড় করে অনুরোধ জানাতে থাকেন। এতে ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে নেমে তাকে আবারও চাপাতি দিয়ে সজোরে কোপ দিতে থাকে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি গত ১৮ মে বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানী মগবাজারের গ্রীণওয়ে গলিতে ঘটে। ভুক্তভোগী গ্রীণওয়ে গলির বাসিন্দা আব্দুল্লাহ। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কাবিল পুরের নেকবর আলীর ছেলে।
রব্বানী হোসাইন বলেন, ‘ঘটনাটি মগবাজারে গ্রীণওয়ে গলি এলাকার। গত ১৮মে বিকেল সাড়ে ৫টার দিকের ঘটনা। আমরা ভুক্তভোগীকে খুঁজে বের করেছি। তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘জড়িতদের শনাক্তে ইতোমধ্যে আমরা মাঠে নেমেছি। আশা করছি দ্রুতই তাদের আইনের আওতায় আনতে পারব।’