ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের মিঠামইনে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবা, ১কেজি ৩০০ গ্রাম গাজা, ২টি রামদা, ২টি হেলমেট ও নগদ ৩৫ হাজার টাকা সহ ৪ জন কে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন, ফুল মিয়া (৪৫), আলামিন (২৮),নজরুল মিয়া (৩৮) ,মো: অন্তর (১৮)।
জানা যায় ১৭ মে শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিওিতে মিঠামইন সেনা নিবাসের ক্যাপ্টেন মোঃ আবদুল্লাহ আল কাফি, ২৭ আরই ব্যাটালিয়নের এর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি ফুল মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযানে ফুল মিয়া সহ তার সহযোগীদের কে মাদক ও দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেন। পরে আটক কৃতদের নিকট থেকে উদ্ধার কৃত মাদক ও দেশীয় অস্ত্র, গাঁজা ও নগদ অর্থ সহ মিঠামইন থানায় হস্তান্তর করা হয়।
মিঠামইন থানার ওসি আলমগীর কবির জানান, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক সেবন সহ রমরমা ব্যবসা করে আসছিল বলে জানা যায়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।